আমাদের কথা খুঁজে নিন

   

পথ দেখাবে গাইড ড্রোন

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইন্সটিটিউট অফ টেকনোলজির সেন্সেবল সিটি ল্যাব ছোট আকারের একটি ড্রোন তৈরি করেছে, যেটি দর্শনার্থীরা যেখানে যেতে চায় তাদের সেখানে পৌঁছাতে নির্দেশনা দিতে সক্ষম।
প্রযুক্তিবিষয়ক সাইট ম্যাশএবলের এক প্রতিবেদনে জানা গেছে, এ প্রকল্পের নাম দেওয়া হয়েছে স্কাইকল।
স্কাইকলের মূল উপাদান ড্রোন এবং একটি অ্যাপ। টুর গাইডের মতো কাজ করবে স্কাইকল। অ্যাপের মাধ্যমে ড্রোনটির সাহায্য আহ্বান করা যাবে।

ড্রোনটি স্মার্টফোনের জিপিএস-এর মাধ্যমে আহ্বানকারী ব্যক্তিকে খুঁজে বের করবে। এরপর তিনি যে জায়গায় যেতে চান, অ্যাপে তার নাম লিখলেই সে স্থানের উদ্দেশে রওনা হবে ড্রোনটি। এতে শুধু ড্রোন অনুসরণ করলেই নির্ধারিত জায়গায় পৌঁছে যাবেন তিনি।
সেন্সেবল সিটি ল্যাবের প্রকৌশলীরা জানিয়েছেন, গুগল ম্যাপের সাহায্যে কোনো জায়গা খুঁজে বের করতে গেলে ব্যবহারকারী শুধু তার ফোনের স্ক্রিনের দিকেই তাকিয়ে থাকেন। আশপাশে কি আছে তা বলতে গেলে তার চোখেই পড়ে না।

স্কাইকল তৈরির উদ্দেশ্য হচ্ছে সহজে আরামদায়কভাবে কাঙিক্ষত জায়গায় পৌঁছানোর ব্যবস্থা করে দেওয়া।
এখন পর্যন্ত শুধু একটিই স্কাইকল তৈরি হয়েছে। তবে প্রকৌশলীরা জানিয়েছেন, প্রয়োজনে তারা যন্ত্রটি আরও তৈরি করতে পারবেন।

সোর্স: http://bangla.bdnews24.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।