আমাদের কথা খুঁজে নিন

   

চশমা-নাসির শ্রাবণ

স্বপ্ন দেখতে ভালোবাসি, স্বপ্ন দেখাতে চাই।চরমভাবে আমি নব সৃজনে বিশ্বাসীএবং বি:শ্বাস করি মানবতার মুক্তি ।কিছু করতে চেষ্টা করি যাতে মানবকল্যান হয়।

আজ পরেছো হলুদ ফ্রেমের চশমা কোনো কোনো দিন তা হয় লাল,কালো কিংবা মাল্টি কালারের চশমার মাঝেই ঠিক তোমাকে ক্যামন লাগে? এই প্রশ্নের উওরে হাজার বার বলেছি মাস্টারনির মত,ম্যাডামের মতই লাগে তুমি শুধু বললে বাড়িয়ে বলবে না কিছুই সত্যি আমি বাড়িয়ে বলিনি সোনা! তোমার চোখ দুটো যে বড্ড চেনা কতদিন তাঁকিয়ে দেখেছি সরাসরি-চিএপটে অপলকে এই তো সেদিন এসে বললে-এই দ্যাখনা কেমন হয়েছে কালারটা? আমাকে কেমন দেখাচ্ছে? বললাম কালারটা খাসা-তোমাকে সেক্সি লাগছে ওমনি ঝাঁপিয়ে পড়লে তোমার চশমার চোখ দুটি আমার চোখের উপর পূর্ন কতগুলি বেলা তার পর চুমো কিংবা শেষ বিদায়ের ইঙ্গিত সবি আজো তাজা..ফুটন্ত এই মনকাননে! আজকাল অবাক হই-চশমার ইতিবৃও শুনে হারাই তোমাতে-তোমার মাল্টিকালার চশমা হয়ে!


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।