আমাদের কথা খুঁজে নিন

   

ভাঙচুর-অগ্নিসংযোগ, নিহত ১

দেশব্যাপী দ্বিতীয় দফায় ১৮ দলের ডাকা ৭২ ঘণ্টার অবরোধের প্রথম দিন গতকাল শনিবার পাবনার ঈশ্বরদীতে ট্রাকের চাপায় এক যুবদল কর্মী নিহত হয়েছেন। নারায়ণগঞ্জে শিবিরের নেতা-কর্মীদের সঙ্গে পুলিশের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলায় চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। ঢাকা-মাওয়া মহাসড়কের মুন্সিগঞ্জের নিমতলীতে ছয়টি বাস ভাঙচুর করা হয়।


কেরানীগঞ্জে মডেল থানা মহিলা দলের নেতা-কর্মীরা জিনজিরা বাসরোড এলাকায় সড়ক অবরোধ করে যান ভাঙচুরের চেষ্টা করলে পুলিশ তাঁদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। এর আগে শুক্রবার গভীর রাতে গাজীপুর শহরের রাজবাড়ী সড়কে অবস্থিত জেলা বিএনপির কার্যালয়ে কে বা কারা অগ্নিসংযোগ করে।
আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
ঈশ্বরদী (পাবনা): ঈশ্বরদী উপজেলায় গতকাল সন্ধ্যায় ট্রাকচাপায় এক যুবদল কর্মী নিহত হন। উপজেলা বিএনপির সভাপতি শামসুদ্দিন মালিথা জানান, সন্ধ্যা সাতটার দিকে অবরোধের সমর্থনে তাঁরা ছলিমপুর ইউনিয়নের মিরকামারী মুন্নার মোড় থেকে মিছিল বের করেন। এ সময় একটি ট্রাক পেছন থেকে মিছিলটিকে দ্রুত পাশ কাটাতে গিয়ে যুবদল কর্মী মাহাবুল ইসলামকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার পর বিক্ষুব্ধ নেতা-কর্মীরা ট্রাকটি আটক করে আগুন ধরিয়ে দেন। এ সময় নেতা-কর্মীরা দাশুড়িয়া-পাকশী মহাসড়কে গাছ ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। সহকারী পুলিশ সুপার শাহ আলম পাটওয়ারী জানান, ঘটনার পর তাঁরা সেখানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।
নারায়ণগঞ্জ: সকাল সাড়ে ছয়টার দিকে শহরের দেওভোগ এলাকায় শিবিরের নেতা-কর্মীরা মিছিল বের করেন।

এ সময় তাঁরা সড়কে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধাওয়া দিলে তাঁরা পালিয়ে যান। বেলা দুইটার দিকে শহরের উকিলপাড়া এলাকায় পিকেটাররা বেশ কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটান।
ঢাকা-সিলেট মহাসড়কের নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার পাঁচরুখী এলাকায় সকাল সোয়া সাতটার দিকে টায়ার জ্বালিয়ে মহাসড়কে অবরোধ সৃষ্টি করেন বিএনপির নেতা-কর্মীরা। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

পরে দুই দিক থেকে পুলিশ এসে ধাওয়া করলে নেতা-কর্মীরা ছত্রভঙ্গ হয়ে যান।
নারায়ণগঞ্জ-নরসিংদী সড়কের আড়াইহাজার উপজেলার ইলমদি এলাকায় সকালে সড়কের ওপর গাছের গুঁড়ি ফেলে ও পেট্রল ঢেলে আগুন জ্বালিয়ে অবরোধ সৃষ্টি করেন বিএনপির সমর্থকেরা। তাঁরা প্রায় আধা ঘণ্টা এ সড়ক অবরোধ করে রাখেন। একপর্যায়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তাদের সঙ্গে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
জেলা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের স্বার্থে জেলা প্রশাসনের অনুরোধের পরিপ্রেক্ষিতে নারায়ণগঞ্জে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা নারায়ণগঞ্জে অবস্থান করবে।
নারায়ণগঞ্জ পুলিশের বিশেষ শাখার পরিদর্শক (ডিআই ওয়ান) মাঈনুর রহমান জানান, শুক্রবার রাতে নাশকতার পরিকল্পনার অভিযোগে বিএনপির তিন কর্মীকে আটক করে পুলিশ।
গাজীপুর: টঙ্গীর কলেজগেট এলাকায় গতকাল দুপুরে জামায়াত ও শিবিরের কর্মী-সমর্থকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে টায়ারে আগুন জ্বালিয়ে এবং ব্লক ফেলে অবরোধ সৃষ্টি করেন। এ সময় কয়েকটি গাড়ি ভাঙচুর করা হয়। পুলিশকে লক্ষ্য করে কয়েকটি ককটেল ও ইটপাটকেলও ছোড়া হয়।

পুলিশও তাঁদের ছত্রভঙ্গ করতে শটগানের গুলি ছোড়ে। এ সময় উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। সংঘর্ষে শিবিরের সাত কর্মী আহত হন। সংঘর্ষ চলাকালে টঙ্গী পাইলট স্কুল ও সফিউদ্দিন সরকার একাডেমীর শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এর আগে শুক্রবার গভীর রাতে গাজীপুর শহরের রাজবাড়ী সড়কে অবস্থিত জেলা বিএনপির কার্যালয়ে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করে।

কার্যালয়ের সহকারী মো. রজব আলী জানান, রাত একটার দিকে কে বা কারা দলীয় কার্যালয়ের পেছনের জানালা ভেঙে ভেতরে আগুন দেয়। এতে কার্যালয়ের বেশ কিছু চেয়ার, ব্যানার, ফেস্টুন ও অন্যান্য আসবাব পুড়ে যায়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নেভানো হয়। এদিকে বিএনপির কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনার নিন্দা জানিয়েছেন গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলন ও সাধারণ সম্পাদক কাজী ছাইয়েদুল আলম। তাঁরা দাবি করেন, আওয়ামী লীগের দলীয় সন্ত্রাসীরা ওই কার্যালয়ে পেট্রল ঢেলে আগুন দিয়েছে।

ঘটনা তদন্ত করে দোষী ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিও জানান তাঁরা। ঘটনার প্রতিবাদে গতকাল বিকেলে কাজী সাইয়েদুল আলমের নেতৃত্বে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বিশ্বরোড এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের করার চেষ্টা করা হয়। কিন্তু পুলিশের বাধার কারণে মিছিলটি পণ্ড হয়ে যায়। জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান জানান, কারা আগুন দিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।
মুন্সিগঞ্জ: ঢাকা-মাওয়া মহাসড়কের মুন্সিগঞ্জের নিমতলীতে গতকাল দুপুরে অবরোধকারীরা ছয়টি বাস ভাঙচুর করে।

পুলিশ জানায়, বেলা ১২টার দিকে অবরোধকারীরা মহাসড়কে চলাচলকারী ছয়টি বাসে ইটপাটকেল নিক্ষেপ করে। এতে বাসগুলোর জানালার কাচ ভেঙে যায়। পরে পুলিশের ধাওয়ার মুখে অবরোধকারীরা মহাসড়ক ত্যাগ করে। অবরোধের কারণে মাওয়ায় পণ্যবাহী ট্রাকের দীর্ঘ জটের সৃষ্টি হয়।
কেরানীগঞ্জ: কেরানীগঞ্জ মডেল থানা মহিলা দলের নেতা-কর্মীরা জিনজিরা বাসরোড এলাকার দলীয় কার্যালয়ের সামনে গতকাল বিকেলে সড়ক অবরোধ করে কয়েকটি যানবাহন ভাঙচুরের চেষ্টা চালান।

এ সময় তাঁরা বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবিতে স্লোগান দেন। একপর্যায়ে পুলিশ অবরোধকারীদের ধাওয়া দিয়ে লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ঘটনাস্থল থেকে বিএনপির চার নেতা-কর্মীকে আটক করা হয়।
কেরানীগঞ্জ মডেল থানার ইনচার্জ মো. শাহজামান জানান, জিনজিরা বাসরোড এলাকায় যানবাহন ভাঙচুর ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আশরাফ হোসেন, আওলাদ হোসেন, মো. ইমন ও মোবারক হোসেন নামের চারজনকে আটক করা হয়।
ঝিনাইদহ: কোটচাঁদপুর উপজেলায় সকাল সাড়ে ১০টার দিকে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে ইসরাইল হোসেন নামের একজন নিহত হন।

উপজেলার হরিণদিয়া গ্রামের বাসিন্দা ইসরাইল শিবিরের কর্মী বলে জানিয়েছেন কোটচাঁদপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার জাহিদ হোসেন। এ ঘটনায় পুলিশসহ কমপক্ষে পাঁচজন আহত হন। শিবিরের কর্মী নিহত হওয়ার প্রতিবাদে আজ কোটচাঁদপুর ও মহেশপুরে সকাল-সন্ধ্যা হরতাল আহ্বান করেছে ১৮-দলীয় জোট।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।