আমাদের কথা খুঁজে নিন

   

ন্যায্য মজুরির দাবিতে ওয়াল-মার্ট শ্রমিকদের বিক্ষোভ

ওয়ালমার্ট শুধু বাংলাদেশের শ্রমিকদেরই ঠকাচ্ছে না, আমেরিকান শ্রমিকদেরকেও ঠকাচ্ছে। আর এর নগ্ন বহিপ্রকাশ ঘটলো থ্যাঙ্কস গিভিং ডে-তে।

লসএঞ্জেলেস, মিশিগান, অন্টারিও সহ যুক্তরাষ্ট্র এবং কানাডার বেশ কটি শহরে ওয়ালমার্ট স্টোরের সামনে শ্রমিক-কর্মচারিরা বিক্ষোভ করেছেন ২৮ ডিসেম্বর থ্যাঙ্কসগিভিং ডে-তে। শ্লোগান ছিল 'ওয়াল-মার্ট, ওয়াল-মার্ট-তুমি আর নিজেকে লুকিয়ে রাখতে পারবে না', 'আমরা তোমার কদার্য চেহারা দেখতে পাচ্ছি', 'ওয়াল-মার্ট, ওয়াল-মার্ট-তুমি তোমার শ্রমিকদের সাথে লাগাতারভাবে দুর্ব্যবহার করছো', 'আমরা কি চাই-ন্যায় বিচার', 'কখন বিচার চাই-এক্ষুনি' ইত্যাদি।

লসএঞ্জেলেস সিটির এ বিক্ষোভে ওয়াল-মার্টের শ্রমিকদের পাশে দাঁড়ান ধর্মীয় সংগঠক, পাড়া-প্রতিবেশী এবং ওয়ালমার্টের গ্রাহকরা।

বৃষ্টির মধ্যেই এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। ডেট্রয়েট সিটিতে হাড় কাঁপানো শীতে শতশত শ্রমিক-কর্মচারি ওয়াল-মার্টের কাছে ন্যায্য পারিশ্রমিক দাবিতে শ্লোগান দেন।

এ সময় আরো অভিযোগ করা হয় যে, ওয়াল-মার্টের শ্রমিকদের ন্যায়সঙ্গত দাবি আদায়ের লক্ষ্যে যারাই ফেডারেল শ্রমিক ইউনিয়নের সাথে যোগাযোগ করেছে তাদের বিরুদ্ধেই নানা ষড়যন্ত্র চালানো হচ্ছে। ওয়ালমার্টের অসংখ্য শ্রমিক বছরের পর বছর যাবৎ খন্ডকালিন শ্রমিক হিসেবে কাজ করছেন। ওভারটাইম নিয়েও রয়েছে গুরুতর অভিযোগ।

অন্টারিওর বিক্ষোভ-সমাবেশে অভিযোগ করা হয়, ওয়ালমার্ট গত বছরও ১৭ বিলিয়ন ডলার আয় করেছে। কিন্তু তার শ্রমিকের ন্যায্য মজুরি প্রদানে কর্তৃপক্ষ সীমাহীন উদাসনীনতা প্রদর্শন করে চলেছে।

উল্লেখ্য যে, ওয়াল-মার্ট বাংলাদেশ থেকেও তৈরী পোষাক আমদানী করছে। বাংলাদেশের গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য পারিশ্রমিক প্রদানের দাবিও জানানো হয় এসব বিক্ষোভ থেকে।



অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.