আমাদের কথা খুঁজে নিন

   

এটা সহিংসতা, এটা গণহত্যা: প্রধানমন্ত্রী

বাসে আগুন দিয়ে যাঁরা গণহত্যা চালাচ্ছে, তাঁদেরকে ছাড় দেওয়া হবে না বলে বিরোধী দলকে হুঁশিয়ার করে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ বিকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে আগুনে পোড়া রোগীদের দেখতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, ‘আগুনে মানুষ পোড়ানোর মতো যাঁরা ঘৃণ্য অপরাধ করছে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কাউকে কোনো ছাড় দেওয়া হবে না। ’ সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, ‘সহিংসতার মাধ্যমেই গণহত্যা চালানো হচ্ছে।

এটা সহিংসতা, এটা গণহত্যা। বিএনপি একাত্তরের দোসরদের দিয়ে গণহত্যা চালাচ্ছে। ঠিক যেমন একাত্তরে বাঙালি জাতির ওপর করা হয়েছিল। ’

শেখ হাসিনা বলেন, ‘এখানে এসে দেখলাম একেকটা পরিবারের কী অবস্থা! এই যে সুমি (আগুনে পোড়া রোগী) সে আমাকে বলছে— যারা আমাকে পুড়িয়েছে তাঁদের হাত পুড়িয়ে দিন। কিন্তু আমরাতো তাঁদের মতো বর্বর না।

’ তিনি বলেন, ‘বিরোধীদলীয় নেতা এসি রুমে বসে থাকবেন, আর আগুনে মানুষ পোড়ানোর হুকুম দেবেন, এটা হতে পারে না।

এর আগে বার্ন ইউনিটে পৌঁছে আগুনে পোড়া রোগী ও তাঁদের স্বজনদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। পরে তাঁদের যথাযথ চিকিত্সা সেবা চালিয়ে রাখতে সংশ্লিষ্ট চিকিত্সকদের পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।