আমাদের কথা খুঁজে নিন

   

www.somewhereinblog.net

আমি আঁধারে তামাসায় ঘেরা জীবন দেখেছি, আমার বুকের ভেতর শূন্যতা থেকে শূন্যরা এসে বাসা বেঁধেছে, আমি খুঁজেছি তোমাকে সেই আঁধারে আমার মনের যত রঙলীলা; আজ সাঙ্গ হতেছে এই ভবের বাজারে। সামহোয়্যার ইন ব্লগ; সময় কাল ১৫ ই ডিসেম্বর ২০০৫। প্রথম বাংলা ব্লগ পোস্ট করেছিলেন ব্লগার দেবরা। তার প্রথম পোস্টের শিরোনাম ছিল - ইমরান ব্লগ শ্রষ্টা। লেখা ছিল - ইমরান তুমি একটা ভাল কাজ করেছ, হাসিন ভাই আপনাকেও ধন্যবাদ।

আপনাদের জানাই আমাদের শুভ কামনা। প্রথম লেখায় প্রথম মন্তব্য হয়েছে ঠিক এর সাত মাস পরে ১৭ ই জুলাই। ব্লগার সারিয়া তাসনিম সে মন্তব্যে বিষ্ময় প্রকাশ করেছেন এই বলে যে প্রথম লেখায় কি করে কোন মন্তব্য না থেকে পারে! ব্লগার দেবরা ও ব্লগার হাসিন এর লেখা আমার দুটি প্রিয় পোস্টঃ উৎসাহ – ব্লগার দেবরা স্ট্যানডার্ড চার্টার্ড ব্যাংকের ট্রেজার পয়েন্ট গিফট ভাউচার নিয়ে প্রতারনা এবং ভুক্তভোগী আমি – ব্লগার হাসিন তারপরের এক সপ্তাহে যোগ দিয়েছে আরো ১৩ জন ব্লগার - দিদারুল ইসলাম বিজয়, আড্ডাবাজ, হাসিন, ফয়সাল আহমেদ, রেজওয়ান, শাহানা, শামীম ফেরদৌস, রাজু, পিন্টু, মুহিব, সুমন, রিফাত, আরইউবিডিডটনেট। বিষয় হিসাবে ঘুরে ফিরে ছিল বাংলায় ব্লগ নির্মাণের জন্য ধন্যবাদ জ্ঞাপন, প্রশংসা আর বিজয় দিবস নিয়ে বিভিন্ন লেখা। এ সময়ে আড্ডাবাজ সবচেয়ে বেশী পোস্ট দিয়েছেন।

এবং সূচনাকালের প্রথম সাতদিনে গড়ে ৪ টার বেশী লেখা পোস্ট হতো না। তবে সূচনাকালীন ব্লগারদের মধ্যে অনেককেই এখন আর দেখা যাচ্ছে না। চলুন তবে সেইসব বাংলা ব্লগোস্ফিয়ারের পথিকৃৎ হিসেবে যারা ছিলেন তাদের দেয়া প্রথম পোস্ট গুলো এক ঝলক দেখে নেয়া যাকঃ সংকলন স্মৃতির পাতায় সামহোয়্যার ইন ব্লগের ব্লগারদের দেয়া প্রথম পোষ্ট ব্লগার জানা যার জন্য আজ আমরা পৃথিবীর বুকে বাংলা ভাষাকে ইন্টারনেটের মাধ্যমে ছড়িয়ে দিতে পেরেছি এমনকি যে কোন বিষয় নিয়ে সার্চ ইঞ্জিনগুলোতে সার্চ দিলেই যে ব্লগটির নাম চলে আসে সেই সামহোয়্যার ইন ব্লগ আমাদেরকে দিয়েছে উন্মুক্ত চেতনার অধিকার যার লক্ষই হলো বাক স্বাধীনতা ও বাক দায়িত্বশীলতা। দেখে নেয়া যাক তবে ব্লগার জানা আমাদের ব্লগারদের জন্য কি ম্যাসেজ দিচ্ছেন তারই লেখা একটি পোস্টে ? আজ, এখন 'আমাদের' যুথবদ্ধতার কোন বিকল্প নেই – ব্লগার জানা ব্লগটির ঠিক একদম উপরেই রয়েছে দৃষ্টি আকর্ষণ নামের একটি বিশেষ অংশ যেখানে সমসাময়িক বিষয় অথবা যে কোন মহৎ উদ্যোগকে প্রাণময় করে তোলার জন্য ব্লগারদের দেয়া পোস্ট থেকেই পোস্ট ষ্টিকি করা হয়ে থাকে। আমরা অনেক সময় অনেক পোস্টেই মন্তব্যের ঘরে যেয়ে মন্তব্য করে থাকি পোস্ট ষ্টিকি করার দাবী জানিয়ে আর পোস্ট ষ্টিকি না হলে পরে মোডু বেচারাকে দোষ দেই।

তবে চলুন দেখে নেয়া যাক তেমনই কিছু ষ্টিকি পোস্ট নিয়ে একটি বিশেষ আয়োজনঃ ফিরে দেখা ২০১২- বছরজুড়ে সামহোয়্যারইন ব্লগে সকল স্টিকি পোস্টগুলোর সংকলন। - ব্লগার তন্ময় ফেরদৌস ব্লগ নিয়ে একান্তই কিছু ভাবনার কথা জেনে নেয়া যেতে পারে এমন কিছু পোস্ট দেখে নেয়া যাকঃ ফিরে দেখা ২০১১ : বছরজুড়ে সামহোয়্যারইন ব্লগে যা কিছু আলোচিত-সমালোচিত... ব্লগার ফিউশন ফাইভ টার্গেট সামহোয়্যারইন... ব্লগ : মুক্তমত প্রকাশের এই জায়গাটুকু বাঁচাতেই হবে – ব্লগার ফিউশন ফাইভ প্রসংগ সামহোয়্যার ইন , ব্লগিং এবং ট্যাগিং... ব্লগার তন্ময় ফেরদৌস ব্লগার ইমন জুবায়েরএকজন নিষ্ঠাবান অনন্য ব্লগার। যিনি মৃত্যুর আগের দিন পর্যন্ত এই ব্লগ প্ল্যাটফর্মটিতে মমতার সাথে জড়িয়ে ছিলেন। সুস্থ, সমৃদ্ধ, দায়িত্বশীল এবং আনন্দময় ব্লগিং এর জন্য আমরা তাঁর কাছে ঋণী। ব্লগের অনেকটা অংশ জুড়েই রয়েছে কবিদের স্থান।

ব্লগাররা নিয়মিত কবিতা পোস্ট দিয়ে ব্লগের প্রান হিসেবেই আমাদের ভালোবাসায় সিক্ত হয়ে আছেন। চলুন তবে দেখে নেয়া যাক ব্লগারদের লেখা কবিতা নিয়ে দুটি বিশেষ আয়োজনঃ প্রিয় কবিতা : ব্লগ পাঠের আনন্দ (সংকলন পোস্ট) – ব্লগার রেজওয়ান মাহবুব তানিম একটি কাব্যিক ভ্রমন ব্লগে মোটামুটি নতুন হওয়াতে অনেক ব্লগারের ভালো পোস্ট এখনও আমার অজানাতেই রয়ে গেছে, পেশাগত ব্যস্ততাও কিছুটা দায়ী এক্ষেত্রে। আবার কেউ কেউ বেশ ভালো কিন্তু রকমারী পোস্ট দিয়ে ব্লগকে সমৃদ্ধ করছেন, তাদের নাম এখানে উল্লেখ করলাম না কারণ তাদের পোস্ট জেনার ভিত্তিক ভাবেই পর্যায়ক্রমে আসবে। অনেকগুলো ক্যাটাগরিতে ভাগ করে আনবো। কেউ কেউ এতো ভালো লিখেন যে তাদের পোস্ট না এনে তাদের নিক উল্লেখ করে দিতে ইচ্ছে হয়।

কথাগুলো লিখেছেন আমার খুব প্রিয় একজন ব্লগার আরজুপনি তারই একটি পোস্টে আর তার কথার সাথে আমি পূর্ণ সহমত জানিয়ে আমার এই পোস্টের মিল খুঁজে পেলাম বোলেই আমার অনেকটা কষ্ট লাঘব হয়ে গেল আর তাই ব্লগার আরজুপনির কাছে আমি কৃতজ্ঞতা থেকেই তার পোস্টের লিঙ্কটি এখানে যুক্ত করে দিচ্ছিঃ সামহোয়্যারইন ব্লগের সংকলন পোস্টের সংকলন- প্রিয় পোস্ট – ব্লগার আরজুপনি এবার তবে চলুন ব্লগার আরজুপনির দেয়া একটি পোস্ট নিয়ে তার ব্লগিং এর গুন সম্পর্কে কিছু ধারনা আপনাদের দেয়া যাকঃ ফিউশন ফাইভ এবং দূর্যোধন... উনারা আসলে কারা??!! করে দিলাম মুখোশ উন্মোচন – ব্লগার আরজুপনি এবার চলুন আপনাদের আমার একান্তই কিছু প্রিয় পোস্টের সাথে পরিচয় করিয়ে দেয়া যাক আশা করি আপনাদের মন ছুঁয়ে যাবে পোস্ট গুলো পড়লেঃ ব্লগার অন্যমনস্ক শরৎ সাম্প্রwতিক ছবি সমূহ: ১ম আপডেট শরৎ এর কাশ আনন্দ বালিয়াটি জমিদার বাড়ী: একটি মৃত শহরের খোঁজে ব্লগার আমিনুর রহমান চলুন ঘুরে আসি কারওয়ান বাজার আন্ডারপাস এ ......... ইতিহাসের স্বাক্ষী ৭১ এর মিরপুরের সেই জল্লাদ খানা । । সিনেমা ব্যানার পেইন্টিং: বাংলাদেশের পাবলিক আর্টের এক অনন্য অধ্যায়! – ব্লগার রেজোওয়ানা "বীরাঙ্গনা ও যুদ্ধ শিশু" এবং এক অসহায় অনুচ্চারিত ইতিহাস....সময় হবে কি দেখার? – ব্লগার রেজোওয়ানা ব্লগ জগতের নতুন ইমন জুবায়ের জীবন্ত কিংবদন্তী ব্লগার শের শায়রী শের শায়রী – ২ শের শায়রী – ১ মৎসকন্যা- সাগরের রহস্যময়তা রম্যঃ ও কড়াই ও কড়াই তুমি কুতায় ???? (রম্য লিখবার ব্যর্থ চেষ্টা ) – ব্লগার সাবরিনা সিরাজী তিতির ডেটিং এ একদিন (একটি চেয়ারম্যানি লুল কথন) – ব্লগার চেয়ারম্যান০০৭ চটি কাহিনী ১৮+ - ব্লগার ~মাইনাচ~ জীবনের প্রথম ঢাকা আইয়া যেই ভাবে ইজ্জত পাঞ্চার হইলো – ব্লগার লিঙ্কনহুসাইন চশমা কাহিনি ( ফান পোস্ট তয় দুক্ষের) – ব্লগার লাবনী আক্তার ২০১২ সালের সেরা ১০টি পোস্ট সঙ্কলন (সম্পূর্ণ নিরপেক্ষ, স্বজনপ্রীতি বিহীন) – ব্লগার জাতির নানা বাংলার অহংকার স্যার সাঃ উঃ জাঃ মোহাম্মদ মোর্শেদুল কুতুব চৌধুরী মজনু (১ থেকে ৩ পর্ব) ৩০-০১-২০১২ আমি আর সৃজনি নই, এখন থেকে s r jony (অতি সিরিয়াস সাময়িক পোস্ট) – ব্লগার s r jony মনের এলোমেলো ভাবনাগুলোর বহিঃপ্রকাশঃ ডেথ সেনটেন্স – ব্লগার মাক্স Lament;- ব্লগার এরিস ব্রিজরক্ষক – ব্লগার নাজিম-উদ-দৌলা ছোটগল্প ঃ পাখিদের স্নিগ্ধ কন্যা! – ব্লগার স্বপনবাজ গল্পঃ বিবর্ন প্রতিশোধ। - ব্লগার কাল্পনিক_ভালোবাসা একটি সাই-পাই গল্প – ব্লগার চাঁপাডাঙার চান্দু জীবন থেকে নেয়া, আমি এবং আঁকা - সম্পূর্ণ (পর্ব- ১ থেকে পর্ব-৭) সমাপ্ত । - ব্লগার বাংলাদেশী দালাল সামু ব্লগারদের বেস্ট ফেসবুক স্ট্যাটাস সংকলন - ১ম পর্ব – ব্লগার তাসনুভা সাখাওয়াত বিথি ব্যতিক্রমী সৃজনশীল প্রশ্ন – ব্লগার আশিকুর রহমান অমিত রক্তাক্ত- বৈশাখ।

( রুমকী ও রাফীর কথা) ) – ব্লগার রাফা ফিচারঃ জাগো'র প্রচারণাকে অভিনন্দন – ব্লগার রাসেল ( ........) বেহেশত নামের গ্রহ , অদ্ভুত Amenity , কুরআন , Geology – ব্লগার দাসত্ব নীল বিদ্রোহঃ বাংলার সর্বপ্রথম সফল বিদ্রোহ ☤হাতি পোস্ট☤ - ব্লগার প্রোফেসর শঙ্কু শব্দ-কল্প- ঘুম! লিরিকের জন্য,গল্পের জন্য অভিধান থেকে কিছু সুন্দর শব্দ! – ব্লগার নস্টালজিক কারাম পরব (উৎসব): এর আদ্যপ্রান্ত ::: উত্তরবঙ্গের প্রায় ৩৮টি আদিবাসী জাতিগোষ্ঠীর একটি ঐতিহ্যবাহী উৎসব (শেকড়ের সন্ধানে) – ব্লগার নসটাল-জিয়া বাংলার গৌরব ও ঐতিহ্য (২য়কিস্তিঃসোমপুর বৌদ্ধ বিহার) – ব্লগার jotejoy প্রখর রৌদ্রে কোমল জোছনার কথকতা – ব্লগার গোলাম দস্তগীর লিসানি নারী এবং ইসলাম – ব্লগার মাহিরাহি চৈত্র সংক্রান্তির দিন এলো – ব্লগার অচীনপুরের চেনা মুখ ☑*~*~♣ IP দিয়ে খুঁজে বের করে ফেলুন পৃথিবীর যে কাউকে ♣~*~* ツ – ব্লগার মুহম্মদ ফজলুল করিম বিজ্ঞাপনের গুষ্টি উদ্ধার !! পর্ব ১ – ব্লগার তন্ময় ফেরদৌস মাদকের জগতে নতুন সংযোজনঃ ডান্ডি বা গ্লু স্নিফিং – ব্লগার একজন আরমান !!টোনাটুনি পিঠাঘর - বাংলাদেশের ১০১ পিঠাপুলির নাম ও গড়ন বা রচনা সমগ্র!! – ব্লগার শায়মা ব্ল্যাক হোল ও হকিং রেডিয়েশনঃ এত দিন আমরা যা জানতাম সব কি তাহলে ভুল? – ব্লগার এম হুসাইন টেবিল ম্যানার ( সচিত্র টিউটরিয়াল) – ৪র্থ পর্ব – ব্লগার এম এম ইসলাম বাংলাদেশের সিনেমা : সর্বকালের সেরা দশ । (সংকলন) । - ব্লগার মামুন রশিদ নারী : আমার মা, প্রেমিকা, বোন এবং চলার পথে চোখ কেড়ে নেয়া মেয়েরা – ব্লগার কালা মনের ধলা মানুষ গ্রাম বাংলার মাটির গান – ব্লগার সিরাজ সাঁই নতুন উচ্চতায় বাংলাদেশ । তৈরি হচ্ছে বিদেশের জন্য প্রথম প্যাসেঞ্জার ফেরী – ব্লগার অথৈ সাগর একটি ভুল মৃত্যু সংবাদ জন্ম দিলো পৃথিবীর সর্বোচ্চ পুরস্কারের – ব্লগার আর.হক আগামীতে যখন জামদানি শাড়ি, নকশী কাঁথা ব্যবহার করবেন, তখন মাথায় রাখবেন, আপনি ইন্ডিয়ার পণ্য ব্যবহার করছেন - ব্লগার তামিম ইবনে আমান কাফনের কাপড় এবং কাফনের কাপড় পরানোর নিয়ম – ব্লগার িনহাজ রিমন বিলুপ্তির পথে এইসব উদ্ভিদ!!!. (আগাছা) এরাও আমাদের প্রকৃতির একটা অংশ!!!... (২য় পর্ব ছবি ব্লগ) – ব্লগার যুবায়ের পৃথিবীর যত সব আজব-অদ্ভুত ... আজকের বিষয়-কিছু বিখ্যাত/কুখ্যাত নারী যারা আগে "গনিকা" ছিল (কত অজানা রে পার্ট-২৫) – ব্লগার সেচ্ছাসেবক দূর্নীতির আরেক চিত্রঃ রাউন্ডিং এ্যাডজাষ্টমেন্টের নামে হাতিয়ে নেয়া হচ্ছে হাজার হাজার টাকা। নেই কোন নীতিমালা।

!!!! – ব্লগার কাল্পনিক_ভালোবাসা রকমারি শাড়ি পরার ঢং এবং তার ছবি । - ব্লগার বহুরুপি জীবন মওদুদী বাদ ফিতনা এবং সম্পূর্ণ ইসলাম বিরোধ....!!! – ব্লগার মৃন্ময় কি ছিল মায়ান ক্যালেন্ডারের রহস্য অথবা কি ঘটতে পারে ভবিষ্যতে? (ইহা সম্পূর্ণ অলস মস্তিস্কের একটি রম্য পরিবেশনা) – ব্লগার টিনটিন` কমিকস পাগলরা, চলেন আপনাদের কমিক্সের বিশাল এক রহস্যময় জগৎ থেকে ঘুরিয়ে আনি (পর্ব-২) - ব্লগার টিনটিন` চলচিত্র বিষয়কঃ আমার চলচ্চিত্র দর্শন-লালটিপ। - ব্লগার দূর্যোধন বাংলা চলচ্চিত্রের সোনালি দিনের নায়িকাদের গল্প ঃ সুমিতা থেকে শাবনুর – ব্লগার কবি ও কাব্য হারিয়ে যাওয়া বাংলা চলচ্চিত্রের পোস্টারগুলো ১ – ব্লগার কবি ও কাব্য হারিয়ে যাওয়া বাংলা চলচ্চিত্রের পোস্টারগুলো (শেষ পর্ব) – ব্লগার কবি ও কাব্য উপমহাদেশ ও বাংলা চলচ্চিত্রে যা কিছু প্রথম – ব্লগার কাউসার রুশো দুই ডজন অসাধারণ কোর্টরুম ড্রামা – ব্লগার মোজাম্মেল হোসেন আমার দেখা কিছু বড়দের মুভি ১৮+ সিজন 3 – ব্লগার পুশকিন ভ্রমন ও ছবি ব্লগঃ চেরাপুঞ্জি যেভাবে আমাদের পদধূলি পেয়ে ধন্য হল…ব্লগার কালা মনের ধলা মানুষ নীল নদ থেকে উঠে আসা মন্দির আবু সিম্বল, (ছবি ব্লগ) – ব্লগার জুন অটিস্টিক বাবুদের সাথে একদিন ঃক্লীভস প্রাইমারি স্কুল, লন্ডন – ব্লগার নিমচাঁদ তুঘলকি অতীত থেকে ঘটমান বর্তমানে – ব্লগার মনিরা সুলতানা আফ্রিকার এক দেশে - বাসাম বীচ – ব্লগার শোভন শামস মানছুরা- পরীক্ষামূলক ২য় ব্লগ ফিল্ম( শেষ পর্ব) – ব্লগার শিপু ভাই বিয়ের সাজ দেশে দেশে। (ছবি ব্লগ) – ব্লগার *কুনোব্যাঙ* Vladimir Volegov's Paintings...... 1 – ব্লগার রানা কয়েকটি ইসলামিক নিদর্শন(নাস্তিকদের প্রবেশ নিষেধ)৩য় পত্র – ব্লগার সোহাগহোসেন দারুচিনি দ্বীপে ( ছবি ব্লগ) – ব্লগার মেহেরুন ছবি (কৃষ্ণচূড়া) – ব্লগার এহসান সাবির ৬১ হাজার এ+ প্রাপ্তদের জন্য ৬১ ধরনের ফুল – ব্লগার আর.হক ছবি ব্লগ: আমার গুরু Freddo (ফ্রেডো) এর আঁকা কিছু ছবি (a must see) - ব্লগার শিশু বিড়াল মিথ ও ইতিহাসের পাতা থেকেঃ গ্রীক মিথ - কুমারী দেবী আর্তেমিসের প্রেম ও এপোলোর মিথ্যাচার। ১৮++ - ব্লগার ফারজুল আরেফিন গ্রিক মিথঃ প্যান্ডোরার বক্স এবং অন্যান্য – ব্লগার নক্ষত্রচারী দ্বিতীয় বিশ্বযুদ্ধঃ জানুন নাৎসী রননীতি ও ব্লীৎসক্রীগের ইতিহাস-৩ – ব্লগার বাঁধ ভেঙে যাই....... ৭ জন বীরশ্রেষ্ঠের ইতিহাস।

- ব্লগার আমি মুখতার মুক্তিযুদ্ধ ১৯৭১ বাঙালী নারীদের উপর পাকবাহিনীর নির্যাতন ধারাবাহিক পোস্ট – ব্লগার মাগুর জয়বাংলা ইশতেহার নং -১ স্বাধীনতার ইশতেহার। - ব্লগার banglar_hasan ''আমাদের রাজশাহীর'' জানা অজানা তথ্য এবারের পর্ব ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে অবদান – ব্লগার ইউসুফ আলী রিংকূ শিশু ক্রুসেড ... মধ্যযুগের ইউরোপের এক বিস্মৃত পাতা – ব্লগার অনিক আহসান ঘুড্ডির পাইলট বলছি ! ৯ নং সেক্টরের সাব সেক্টর থেকে। - ব্লগার ঘুড্ডির পাইলট ২৫ শে মার্চের ডায়েরী-মুক্তিযুদ্ধে প্রথম সশস্ত্র প্রতিরোধে বাংলাদেশ পুলিশ বহিনীর গৌরবজ্জ্বল অবদান ও মহান আত্নত্যাগ এর কিছু ইতিহাস – ব্লগার রুদ্র মানব কিছু অন্তরঙ্গ আলাপনঃ ব্লগার কৌশিক রাসেল (........) এর সাথে একান্ত সাক্ষাতকার! অন্তরঙ্গ আলাপে সাদিক ও তার মিস্টিক কাব্যপুরাণ সাদিকের সাথে আলাপচারিতার শেষ কিস্তি আস্তমেয়ের আলাপনে সম্পূর্ণতার প্রতিবিম্ব অন্বেষণ সত্যম শুভম সুন্দরমের সাথে একান্ত আলাপন শীর্ষ জনপ্রিয় পিয়ালের অন্তরঙ্গ সাক্ষাতকার রহস্যের দুনিয়ায় স্বাগতমঃ বিভিন্ন ব্লগারের শের শায়রীর প্রিয় কিছু রহস্যময় পোষ্ট লিঙ্ক সহ। রহস্যের দুনিয়ায় স্বাগতম – ব্লগার শের শায়রী একটি বিশেষ সংকলনঃ সপ্তাহান্তে সামু কিংবা আশিক মাসুমের নির্বাচিত পাতা (১৫.০৩.১৩) – ব্লগার আশিক মাসুম ইহাকে কি বলা যেতে পারে আপনারাই বলেন দেখি ? মানুষ অনুরোধে ঢেঁকি গিলে , আমি গিলেছি রাইস মিল । - ব্লগার গিয়াসলিটন আমার একান্তই নির্বাচিত কিছু পোস্টঃ বেঙ্গমা বেঙ্গমী এবং ব্যাঙার্জমের গল্প – ব্লগার হাসান মাহবুব এক টুকরো আকাশ কিনবো তোমার নামে! – ব্লগার নোমান নমি !!ঊর্মি!!................ (১) – ব্লগার আশিক মাসুম নষ্ট ভালোবাসায় নষ্ট কবিতা – ব্লগার মাননীয় মন্ত্রী মহোদয় তুমি শুধু একবার বলো – ব্লগার shfikul আমি বলিনি ভালবাসতেই হবে – ব্লগার বোকামানুষ জীবনের প্রয়োজনে চিকিৎসাঃ ব্লগার না পারভীন এর পোস্ট সমূহ মাটি ও মানুসঃ ব্লগার তিতাস একটি নদীর নাম এর পোস্ট সমূহ রাজনৈতিক পোস্টঃ নিউইয়র্কে কয়েকদিন...পর্ব - দুই (ছবি সহ ব্লগ) (বাচ্চারা তফাতে থাকো) – ব্লগার ধীবর যে কাজের মধ্য দিয়ে আমার কিছু সত্যিকারের সাদা মনের মানুষের সাথে সম্পর্ক হল ভার্চুয়াল জগত থেকে বাস্তবে এবং যে তিনটি পোস্ট ষ্টিকি হয়েছিলঃ রুশানের জন্য ভালোবাসা ... হাত বাড়িয়ে দিন – ব্লগার s r jony Click This Link target='_blank' >রাজাকারের ফাঁসির দাবীতে গর্জে উঠেছে বাংলাদেশ: চল চল শাহবাগ চল – ব্লগার অন্যমনস্ক শরৎ সকল প্রবাসীদের কাছে মাত্র ১০ ডলার করে অর্থ সাহয্য চাইছি সাভার দূর্ঘটানায় আহত মানুষদের ঔষধ কেনার জন্য – ব্লগার মোস্তফা কামাল পলাশ আমাকে উৎসর্গ করে দেয়া কিছু পোস্টঃ গল্পঃ বাদামী রং এর ডায়রী – ব্লগার কাল্পনিক_ভালোবাসা ব্লগারদের প্রোফাইল পিকচার যদি ডাক-টিকেট হতো !!.........(ছবি ব্লগ) – ব্লগার এম এম কামাল ৭৭ "অনুভুতির" অনুভুতি – ব্লগার বাংলাদেশী দালাল কবিতাঃ নিশাচর।

- ব্লগার একজন নিশাচর সৈকতের ঝিনুক পথে হেঁটে যায় দুরন্ত পাঞ্জেরী – ব্লগার মুনসী১৬১২ **বিভ্রম** - ব্লগার আশিক মাসুম ভাই – ব্লগার শের শায়রী কয়েকটি অনু কাব্য (মাস্ট রিড must read ) – ব্লগার আশিক মাসুম কুড়েমী করে হলেও আজ আলোর মিছিলের সহযাত্রী হলাম – ব্লগার বাবুরাম সাপুড়ে যদি ভাল না লাগে তো দিওনা মনঃ ব্লগারদের নিয়ে ইউল্যাবের নোংরা খেলা শুরু : আসিফ আকবর যেভাবে নাসিমা খন্দকার দীপাবলি! (ফলোআপ : ১) – ব্লগার ফিউশন ফাইভ অন্যায়ের কাছে কভু নত নাহি শির /ভয়ে কাঁপে কাপুরুষ , লড়ে যায় বীর – ব্লগার আরিফ জেবতিক সবাই কে শুভেচ্ছা । - ব্লগার অপি আক্তার ব্লগে নারী ব্লগারদের আক্রমন:প্রগতিশীল কিবোর্ডের আড়ালে মোল্লাতন্ত্র – ব্লগার দূর্যোধন বিদায়ী পোষ্ট: সভ্য মানুষের লিখবার মতো পরিবেশ তৈরিতে ব্যর্থ এই ব্লগ – ব্লগার রাসেল ( ........) কুরুচিপূর্ণ ব্লগারদ্বয়ের ব্যান, বখাটে স্বপ্ন/বুরিদের "লোক দেখনো সুশিলতা," জানা আপুর অবস্থান এবং একজন লোনলিফাইটার। - ব্লগার দিকভ্রান্ত*পথিক সুশান্ত দাশের পর এবার আমাকে নোংরা আক্রমন করে আখ্যা দেয়া হলো রাজাকার!!!!! সামু মডারেশন টিম আপনারা কি জানাবেন এসব নোংরামির মানে কি? যদি জবাব না দিতে পারেন আজ থেকেই সামুর প্লাটফর্ম ছাড়তে চাই – ব্লগার শামীম আরা সনি মশামামা >> সিংহমামা >> মাছিমারা কেরাণী। একটি ব্লগ-লিকস্ – ব্লগার ইখতামিন আমাদের সামুর নারী ব্লগারদেরই যত হ্যাপা ♦ নারী ব্লগার VS ব্লগীয় কবি – ব্লগার প্রিন্স হেক্টর আসুন ইসলাম বিদ্বেষী ধর্মকারীর ফেসবুক পেজের একটা স্ট্যাটাস চেক করি। দেখি কোন ধরনের লোকেরা সেখানে লাইক দেয়।

তাদের একটু বিশ্লেষণ করি – ব্লগার গেস্টাপো সামহোয়্যার ইন ব্লগের কাব্য ধারার ফ্যান্টাস্টিক ফাইভ! – ব্লগার রেজোওয়ানা মাল্টি বা সহনিক প্রযোজনাঃ প্রজাপতি পার্ক ও প্রজাপতি ছবি ব্লগ . . . ব্লগার ঢেঁড়স- দা লেডিস ফিঙ্গার নারীতে শাড়ি অথবা শাড়িতে নারী এবং ডির্ন্ডল – ব্লগার IN THE NAME OF INNOCENCE এই পর্যন্ত আমার অর্জিত ট্যাগ সমূহঃ – ব্লগার একজন আরমানের আত্মা ফুল বিষয়ক গবেষণা ! – ব্লগার স্বপ্নবাজ_ অভি আমি নতুন নিক খুললাম ১সপ্তাহ ৪ দিন কিন্তু আজো সেইফ হইলাম না। উৎসর্গঃ অন্যমনস্ক কে জানি আর জানা আপুরে। - ব্লগার সীমান্ত উন্মাদ পোস্টটি উৎসর্গ করছিঃ আমার ছোট্টসোনামনি কিন্নরি যখন প্রথম গান করলো বাংলাদেশ টেলিভিশনে – ব্লগার জানা অবশেষে সকলের জন্য একটি সুন্দর ও সুস্থ ধারার ব্লগিং জীবন কামনা করে পোস্ট এখানেই শেষ করছি। শুভ ব্লগিং !! স্বংবিধীবদ্ধ সতর্কীকরণঃ ফেসবুকিং ব্লগিং এর জন্য ক্ষতিকারক।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৬ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।