আমাদের কথা খুঁজে নিন

   

শিক কাবাবের ছড়া

মাঝে মাঝে বৃষ্টি দেখে হাত বাড়ানোর ইচ্ছে জাগে... ভেতর ভেতর যাই পুড়ে যাই, কেউ জানেনা আমার আগে...

আলু খাও, মুলা খাও, দোষ কি বা বাগুনে? ভর্তাটা জম্পেশ, পোড়ালে তা আগুনে ভাত খাও, মাছ খাও, মাংসটা জব্বর আগুনে না রাঁধলেই, তুমি হবে খব্বর! ঠাণ্ডায় শীতভোরে গোসলের শংকায় হনুমান হতে চাও রাবণের লংকায় সিগারেট হাতে আছে, কোথা আছে দেশলাই? এ যেন চিরুনি আছে, টাকে শুধু কেশ নাই। রুটি ভাঁজো, বুট-ই ভাঁজো, দোষ তবু আগুনে? কত শত গুণ তার, দেখেছো কি তা গুণে? মন্ত্রী বা নেতা হও, হতে পারো বেশ্যাও আগুণের গুণ ভাবো, ভেবে কোন শেষ পাও? আসো তবে দেখে যাও আগুনের শেষটা পুড়িয়ে কাবাব খাবো, সুস্বাদু দেশটা। ----------- শিক কাবাবের ছড়া/ সাদাত

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।