আমাদের কথা খুঁজে নিন

   

এই গণহত্যার দায় জামাত শিবিরকে নিতে হবে, বি,এন,পির নয়।

একজন ভাল মানুষ হতে চায়।

বাংলাদেশে প্রথম সারির দলের মধ্যে বি,এন,পি একমাত্র দল, যেই দলের সাধারণ সমর্তক, নেতা কর্মীরা হচ্ছে অতি সাদাসিদা, সাধারণ, গরীভ, দুঃখী, মেহনতী আর শান্তি প্রিয়। বাংলাদেশে বি,এন,পি একমত্র দল যে দলে নেই শামীমওসমান, শাওন, জয়নাল হাজারীরর মত নেতা। বাংলাদেশের অন্যতম জাতীয় শীর্ষ ভয়ঙ্কর দানব জয়নাল হাজারীকে নিজের ভাই বলে সম্ভাষণ করেছেন এক মহান উচ্চডিগ্রী প্রপ্ত নেত্রী। কিন্তু বি,এন,পির ইতিহাসে এই রকম কোন রের্কড নেই।

দেশের অভ্যান্তরীণ যত টাউট বাটপার, অভ্যান্তরীণ সন্ত্রাস, মান্তান, চাদাবাজ, ক্যাডার আছে তাদের বেশীর ভাইগই একটি বিশেষ দল কর্তৃক পৃষ্টপোষক, অস্বীকার করবোনা বি,এন,পি একবারে ধোয়াতুলসী পাতা নয়, বড় দল হিসাবে অনেক কম অপরাধ কর্মকান্ডে সাথে জড়ীত বি, এন,পির নেতা, কর্মী, সমর্তরা, সবচেয়ে বড় কথা কেউ প্রমাণ সহ বলতে পারবে না শামীমওসমান, জয়নাল হাজারীরর মত লোকদের বি,এন,পি পৃষ্টপোষকতা দেয়। বি,এন,পির বর্তমানের চলমান আন্দোলন সরকারের পদত্যাগ নয়, বা সরকারের বিরুদ্ধেও নয়, বি, এন,পি অন্দোলন সম্পূর্ণ নৈতিক একটি আন্দোলন শুধু র্নিদলীয় তত্ত্ববধায় সরকারের অধীনে আসন্ন জাতীয় নির্বাচন। প্রধান মন্ত্রী দেশে বর্তমান পরিস্থিতিতে গণত্যার সাথে তুলনা করে এর জন্য খালেদা জিয়াকে দায়ী করেছে, বুদ্ধিমতি অতিচালাক হাসিনা খালেদারের ট্যাবলেট খালেদাকে খাওয়ালেন, কারণ সেই ৫/৬ ই মে হেফাজতে ইসলাম কর্তৃক ঢাকা অবরোধের সময় একই উক্তিটি করেছিলেন খালদা জিয়া। তবে আমার জানা মতে দেশে একবারেই গণহত্যা হয়েছিল হয়েছিল, সেটি ১৯৯১ সালে স্বাধীনতা যুদ্ধে আর তার জন্য দায়ী সেই পাকিস্তানী আর পাকিস্তানীদের লালিত কুকুর জামাত শিবিরের। সেই যাই হোক, বর্তমানে দেশের যে অরাজক আর মারাত্বক নৈরাজন্য আর হত্যাকান্ড হচ্ছে তার জন্য দায়ী জামাত শিবির, এর জন্য বি,এন,পি কখনো দায়ী নয়।

পত্র পত্রিকা টিভিনিউজ, খুলে দেখুন, কারা বেশী আহত নিহত হচ্ছে, হয়তো সাধারণ মানুষ, ছাত্রলীগ, আর জামাত শিবিররে কর্মী, বি,এন,পি বা ছাত্র দলের কর্মী সমর্তক খুবই কম আহত ও নিহত হচ্ছেন। বি,এন,পি শান্তি পূর্ণ হরতাল আহ্বান করেছে শুধু, কিন্তু মাঠে ময়দানে রাস্তায় নাশকাত, নৈরাজ্য, ভাংচুর, গাড়ীতে আগুন, জীবন্ত মানুষকে পুড়িয়ে মারতেছে জামাত শিবির, বি,এন,পির শীর্ষ নেতারাতো অবলা নারীর চেয়ে ভীতু, তারা সাবই পালিয়ে আছে, আর বেশীর ভাগ জেলে, সুরাং এই নাশকাত, নৈরাজ্য, ভাংচুর, গাড়ীতে আগুন, জীবন্ত মানুষকে পুড়িয়ে মারাবে জন্য বি,এন,পি কোন অবস্থায় দায়ী নয়। আর প্রধান মন্ত্রীর গণহত্যার অভিযোগ ভুল, যদি দেশে গণহত্যা হয়, তার জন্য দায়ী জামাত শিবির। বি্,এন,পি নয়।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।