আমাদের কথা খুঁজে নিন

   

বাম নেতাদের সম্পর্কে



এদেশে ব্রাহ্মণ ও কাঠ মোল্লাদের মত কিছু বিশুদ্ধবাদী বাম নামধারী নেতা আছেন যারা ওখানে যাওয়া যাবে না , ঐ ব্যক্তির সাথে কথা বলা যাবে না এ ধরনের সাম্প্রদায়িক এবং বর্ণবাদী চর্চা করেন , একসময় আমিও এই চর্চার দ্বারা বাধাগ্রস্থ ছিলাম । এখনও তাদের এই চর্চা বিদ্যমান । অনেকে মার্কসবাদ মুখস্থ টটস্থ করে বিভিন্ন আন্দোলনের প্রেক্ষাপট বর্ণনা করে বক্তৃতাবাজী , লিফলেট বিতরন , প্রত্রিকায় লেখালেখি করেন এখনও করেছেন । বুদ্ধির চর্চা আর মাঠের আন্দোলনকে শ্রেণী স্বার্থে ব্যবহার সম্পূর্ণ ভিন্ন । এদেশের বেশীর ভাগ বাম রাজনৈতিক নেতার আচরন ঠিক রাজনীতিবিদের আচরন নয় ।

অনেকটা দার্শনিকদের মত । রাজনীতির সাথে রাষ্ট্র ক্ষমতা দখল বা চর্চা জরিত । তা না হলে এটা রাজনীতি নয় । রাজনৈতিক ক্ষমতা মানে জনগনের সমর্থন বোঝায় । যার জন সমর্থন যত বেশী তার রাজনৈতিক ক্ষমতা তত বেশী ।

লেনিন , মাও সেতুং রাষ্ট্র ক্ষমতা দখল করেছেন , স্তালিন ২য় বিশ্ব যুদ্ধের বিজয়ী নেতা । উনারা যা করেছেন তা জনগণকে নিয়ে করেছেন, তাদের কর্মে বিশ্ব রাজনীতি অর্থনীতিতে অনেক পরিবর্তন ও অর্জন রয়েছে । সমাজ প্রগতিতে ভুমিকা নেই এমন তত্ব দর্শন হিসেবে বিবেচিত হয় না । রাজনীতিবিদরা দর্শন দ্বারা পরিচালিত হয় কিন্তু প্রতিটি রাজনীতিবিদের কোন না কোন অর্জন থাকাটা খুব জরুরী , তা না হলে রাজনীতিবিদের ইতিহাসে স্থান হয় না ।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।