আমাদের কথা খুঁজে নিন

   

"পিউ পিউ বিরহী পাপিয়া ব'লে...."-- নজরুল , আমাদের তরুণ সমাজ তোমাকে ভোলেনি।

সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু আনলে পুড়িয়া গেল/ অমিয় সাগরে সিনান করিতে সকলি গরল ভেল। মাঝে মাঝে আক্ষেপ করি নতুনরা পুরাতনকে ভুলে যাচ্ছে। এবং সব দোষ নতুনদের ঘাড়েই চাপিয়ে দিই। নতুনদের কোনো কালচারাল বোধ নেই। তাদের সংস্কৃতির বদলে আছে অপসংস্কৃতি।

ইত্যাদি ইত্যাদি। সবটা যে মিথ্যা তা নয়। তবে কিনা খারপটাই ভালোর চেয়ে বেশি করে চোখে পড়ে। এবং স্বাস্থ্যের চেয়ে ব্যাধিটাই বেশি সংক্রামক। কিন্তু আয়নার সমানে দাঁড়িয়ে নিজেদেরকেও মিলিয়ে দেখার সময় এসেছে।

কারণ নিজেদেরকে আমরা সব সময়েই সেফ সাইডে রাখতে চাই, তাই অপরের কাঁধে দোষ চাপাতে আমরা ভালোবাসি। নতুন প্রজন্মের অনেকেই কিন্তু আজো সমানতালে হৃদয়ে রবীন্দ্র-নজরুল ধারণ করে রেখেছে। রবীন্দ্র-নজরুল সেখানে সযত্নে লালিত পালিত হচ্ছেন। এবং নতুন প্রজন্মকেও লালন পালন করছেন। আমার কাছে কিছু ছাত্রছাত্রী চাকরির পরীক্ষার জন্যে কোচিং করতে আসে।

সেই সূত্রেই তাদের “তরুণ মনের গহন বনের’’ সন্ধানী হতে পারি। সেদিন আমার এক ছাত্রী মৌসুমী আমার সাথে দেখা করতে এসেছিল। কথায় কথায় গানের প্রসঙ্গ উঠলো। বললাম-একটা নজরুল গীতি শোনাও। মৌসুমী বলল- স্যার একটা শর্ত আছে ।

আগে আপনাকে একটা গান শোনাতে হবে। কী আর করা আমার হেঁড়ে গলায় একটা গান শোনাতে হল। মৌসুমী গেয়েছিল- “পিউ পিউ বিরহী পাপিয়া বলে........”। কেবল হারমোনিয়ামে গেয়েছিল। কিন্তু এককথায় অনবদ্য ।

ছাত্রীটি ভালোই গান গায় । তাই আমি আমার লড়ঝড়ে মোবাইলে গানটা রেকর্ডিং করেছিলাম। গানটা আপনাদের জন্যে আপলোড করলাম। শুনে দেখে জানাবেন আমার অনুভব যথার্থ কিনা –“ নজরুল আমাদের তরুন সমাজ তোমাকে ভোলেনি। আমাদের চেতনায় , অবচেতনায় , মননে আজো গভীর ভালোবাসায় তুমি জড়িয়ে আছো , থাকবেও চিরদিন।

" গানটি শুনতে নিচের অডিও লিঙ্কে ক্লিক করুন Click This Audio Link ডাউনলোড করতে এই লিঙ্কে ক্লিক করুন - "পিউ পিউ বিরহী পাপিয়া ব'লে....। " ইউটিউবে শুনতে https://www.youtube.com/watch?v=2H9FBXhlTN *************************************************** *************************************************** সবাই ভালো থাকবেন। রাগে থাকুন, রাগিয়ে রাখুন। রঙে থাকুন, রাঙিয়ে রাখুন। *************************************************** আমাকে সর্বক্ষণের জন্যে পাবেন এখানে http://www.techspate.com ফেসবুকে আমার ঠিকানায় যেতে এখানে ক্লিক করুন  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।