আমাদের কথা খুঁজে নিন

   

ফের অবরুদ্ধ জাবি উপাচার্য, দুই উপ-উপাচার্য মুক্ত

দীর্ঘ ১৩ দিন ছুটি কাটানোর পর ক্যাম্পাসে ফিরেই ফের নিজ বাসভবনে অবরুদ্ধ হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেন। সোমবার আন্দোলনকারী শিক্ষকরা রাত ১০টার দিকে উপাচার্য প্যানেল নির্বাচনের দাবিতে অধ্যাপক আনোয়ার হোসেনকে নিজ বাসভবনে অবরুদ্ধ করেন।

এদিকে দীর্ঘ ১৩ দিন পর উপাচার্য ক্যাম্পাসে ফেরায় দুই প্রো-ভিসিকে অবরুদ্ধ মুক্ত করেছে আন্দোলনকারী শিক্ষকরা। সোমবার রাত ৯টার দিকে আন্দোলনরত 'শিক্ষক শিক্ষার্থী-কর্মকতা-কর্মচারী ঐক্য ফোরাম' অবরোধ তুলে নিলে দুই প্রো-ভিসি অধ্যাপক এম এ মতিন ও অধ্যাপক আফসার আহমদকে মুক্ত হন।

জানা যায়, সোমবার রাত ১০টার দিকে আন্দোলনকারী শিক্ষকরা উপাচার্য অধ্যাপক আনোয়ার হোসেনের সঙ্গে সাক্ষাতের জন্য তার বাসভবনে যান।

কিন্তু উপাচার্য শারীরিকভাবে অসুস্থ থাকায় দেখা করতে অপারগতা প্রকাশ করেন। এ সময় আন্দোলনরত শিক্ষকরা তার বাসভবনে অবস্থান নিলে তিনি অবরুদ্ধ হয়ে পড়েন।

আন্দোলনকারী ঐক্য ফোরামের সদস্য সচিব অধ্যাপক কামরুল আহসান বলেন, রাষ্ট্রপতির নির্দেশনা বাস্তবায়নের জন্য ঐক্য ফোরাম উপাচার্যের সঙ্গে দেখা করতে এসেছিল। কিন্তু তিনি দেখা করেননি। তাই ঐক্য ফোরাম উপাচার্যের বাসভবনের সামনে অবস্থান নিয়েছে।

উল্লেখ্য, গত ২০ নভেম্বর অসুস্থতার কারন দেখিয়ে ছুটি নেন উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেন। ছুটি শেষে দীর্ঘ ১৩ দিন পর সোমবার সন্ধ্যায় ক্যাম্পাসে আসেন উপাচার্য অধ্যাপক মো. আনোয়ার হোসেন। আসার পরই তিনি অবরুদ্ধ হন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।