আমাদের কথা খুঁজে নিন

   

নির্বাচনে যাচ্ছে না জাতীয় পার্টি: এরশাদ

জাতীয় পার্টি নির্বাচনে যাবে না বলে ঘোষণা দিয়েছেন দলের চেয়ারম্যান এইচ এম এরশাদ। আজ মঙ্গলবার রাজধানীর বনানীতে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন।
এরশাদ জানান, সব দল নির্বাচনে গেলে তিনি নির্বাচনে অংশ নেবেন বলেছিলেন। এখন যেহেতু সব দল নির্বাচনে যাচ্ছে না, তাই তিনিও যাবেন না। জাতীয় পার্টির যেসব সদস্য মনোনয়নপত্র জমা দিয়েছেন, তাঁদের মনোনয়নপত্র প্রত্যাহারের আহ্বান জানান তিনি।

এরশাদ নিজেই গতকাল ঢাকা-১৭ আসনে মনোনয়নপত্র জমা দেন।
সর্বদলীয় সরকারে থাকা তাঁর সাত মন্ত্রীর কী হবে, এ বিষয়ে জানতে চাইলে এরশাদ বলেন, এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে। তিনি বলেন, নির্বাচন করার জন্য এই সাতজন সরকারে যোগ দিয়েছিলেন। এখন দল নির্বাচনে যাচ্ছে না। আর নির্বাচন না হলে তাঁরাও চলে আসবেন।

 

 

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.