আমাদের কথা খুঁজে নিন

   

২০ মেগাপিক্সেল ক্যামেরার স্মার্টফোন আনছে স্যামসাং

স্মার্টফোনে ক্যামেরা প্রযুক্তিকে আরও একধাপ সামনে এগিয়ে নিয়ে গেল দক্ষিণ কোরিয়ার প্রযুক্তিপণ্য নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং। পরবর্তী প্রজন্মের গ্যালাক্সি সিরিজের স্মার্টফোনের সঙ্গে ২০ মেগাপিক্সেলের ক্যামেরা যুক্ত করছে প্রতিষ্ঠানটি। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট এক খবরে এ তথ্য জানিয়েছে।
এদিকে কোরিয়াভিত্তিক ওয়েবসাইট ইটি নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ২০১৪ সালের মাঝামাঝিতে নতুন মোবাইল পণ্য বাজারে আনবে স্যামসাং যাতে ২০ মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে। স্যামসাংয়ের ঘনিষ্ঠ সূত্রের বরাতে এ তথ্য প্রকাশ করা হয়েছে বলে ইটি নিউজ দাবি করেছে।


বেশ কিছুদিন ধরেই প্রযুক্তিবিশ্বে স্যামসাংয়ের নতুন ‘গ্যালাক্সি এস ৫’ নিয়ে গুঞ্জন উঠেছে। সিনেট, ম্যাশেবল প্রভৃতি প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইটগুলোর তথ্য অনুযায়ী, আগামী বছর দুই ধরনের গ্যালাক্সি এস৫ বাজারে আসতে পারে যার একটি হবে ধাতব কাঠামোর এবং আরেকটি বর্তমানে বাজারে আসা গ্যালাক্সি এস৪-এর আপডেট। এ স্মার্টফোনে ১৬ মেগাপিক্সেলের ক্যামেরা থাকতে পারে বলেই প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইটগুলোতে তথ্য প্রকাশিত হয়। তবে এবারে স্যামসাংয়ের সূত্রের বরাতে ইটি নিউজ দাবি করেছে, স্মার্টফোনের ক্যামেরা প্রযুক্তিকে আরও উন্নত করছে স্যামসাং। পরবর্তী প্রজন্মের স্মার্টফোনে তাই ২০ মেগাপিক্সেলের ক্যামেরা যুক্ত করতে পারে প্রতিষ্ঠানটি।


এদিকে মার্কিন বাজার বিশ্লেষকেরা বলছেন, স্মার্টফোনের ক্ষেত্রে এখন উন্নত ক্যামেরা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে।
স্যামসাং ছাড়াও স্মার্টফোনে উন্নত ক্যামেরা যুক্ত করতে এলজি, নকিয়া, অ্যাপলের মতো বড় বড় প্রতিষ্ঠানগুলোও জোর দিচ্ছে। নতুন স্মার্টফোন সম্পর্কে শিগগিরই তথ্য প্রকাশ করবে স্যামসাং।

 

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।