আমাদের কথা খুঁজে নিন

   

সমস্যার সমাধান (অন্যের লেখায় আমার মন্তব্য পোস্ট করা হলো)



প্রধানমন্ত্রীর পদত্যাগই অবশ্যই সমস্যার সমাধান সম্ভব। তিনি নির্বাচনে জয়ি হয়ে আবার প্রধান মন্ত্রি হবেন কারো সাধ্য নেই বাধা দেয়ার। আমার প্রশ্ন সংসদ বড় নাকি আদালত? সংসদ -ই যদি আইন প্রনয়নের কেন্দ্র হয় তবে কেন আদালত, সংসদে পাশ করা তত্বাবধায়ক সরকার বাতিল বা অবৈধ ঘোষণা করল বা বাতিল / অবৈধ ঘোষণা করার ক্ষমতা/অধিকার/এখতিয়ার রাখে কিনা? আদালতের নির্দেশনায় কি সংসদ নাকি সংসদের নির্দেশনায় আদালত চলবে আমার জানতে ইচ্ছে করে। আদালতের নির্দেশনায় যদি সংসদ চলে তাহলে সংসদের দরকার কি? আদলত'ই হোক আমাদের রাষ্ট্র পরিচালনার মূল কেন্দ্র। তবে আমরা কেউ'ই এমনটি প্রত্যাশা করিনা------------- সংসদ আর আদালত সর্বোপরি রাষ্ট্রের সকল প্রতিষ্ঠান হোক জনকল্যাণে নিবেদিত নির্মিত হোক আমাদের শান্তি, সাম্য ও ঐক্যের বাংলাদেশ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।