আমাদের কথা খুঁজে নিন

   

সেতু ধ্বসে শ্রমিক নিহত: আহত ২০

সিরাজগঞ্জের উল্লাপাড়ার উপজেলার লাহিড়ী মোহনপুর-ভাঙ্গুড়া সড়কে দহকুলা নদীর উপর পাঁচ কোটি টাকা ব্যয়ে এলজিইডি'র নির্মানাধীন সেতুর গার্ডার ধ্বসে সাদেমুল হক (৪৫) নামে এক নির্মান শ্রমিক নিহত হয়েছেন।

এ ঘটনায় প্রকৌশলীসহ আরো ২০জন আহত হয়েছে। নিহত খাদেমুল রায়গঞ্জ উপজেলার ধানগড়া ইউনিয়নের বেতুয়া গ্রামের বাসিন্দা। গতকাল রাতে এ ঘটনা ঘটে।

পুলিশ ও আহত নির্মান শ্রমিক আজহারুল ইসলাম জানান, প্রায় ৭০/৮০ জন শ্রমিক কর্মরত অবস্থায় সেতুর সেন্টারিংয়ের নিচের পাইল বল্লী ধ্বসে গিয়ে ঢালাইকৃত গার্ডার ও সাটারিংসহ কমপক্ষে ২০জন শ্রমিক নীচে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন ও পুলিশ এবং দমকল বাহিনী কর্মীরা দ্রুত উদ্ধার করে তাদের হাসপাতালে ভর্তি করেন। এদের মধ্যে গুরুতর অবস্থায় সাদেম আলীকে বগুড়া শহীদ জিয়াউর রহমান হাসপাতালে নেয়া হলে আজ ভোরে সে মারা যায় উল্লাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তাজুল হুদা নিহতের সত্যতা স্বীকার করেছেন।   

সোর্স: http://www.bd-pratidin.com/index.php     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.