আমাদের কথা খুঁজে নিন

   

মা



এ কেমন লোক দেখানো মহা পন্ডশ্রম, মাকে বিসর্জন দিয়েছ বৃদ্বাশ্রম, খুবলে খাচ্ছ মায়ের বুক, মা দেখেনা যৌবনের মুখ। তোমাতে আছে সকল শাস্রের জ্ঞান, কেবলই করো মায়ের একটু ধ্যান। দেখো ভেঙ্গে গেছে সব আমিত্বের তালা, মুছে যাবে সব মায়ের জ্বালা। লেলিন, মুজিব, কাস্ট, গান্ধীরা- সকল শাস্র পিঞ্জিরায় বান্ধিয়া হাতে নিয়েছিল মায়ের মুক্তির বার্ন, কেবলই বাচাবে মায়ের মান, তাই তারাই আজ চির অম্লান। মিথ্যা বলিনা ভাই, তুমি হবে জগতের সাই, যদি মাকে দাও একটু মল্লিকায় ঠায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।