আমাদের কথা খুঁজে নিন

   

F1 ভিসা প্রাপ্তি বিষয়ক জটিলতা। হেল্প আবশ্যক

শর্টকাট পোস্ট, কোন ভনিতা না করে আসল কথা বলি। ৩ তারিখ ভিসা ইন্টারভিউ ছিল। ভিসা অফিসার বলল Administrative Processing লাগবে। ভিসা provisionally approved । আমি জিজ্ঞেস করলাম, আমার ক্লাস শুরু ১৭ জানুয়ারী, লেট হলে আমার I20 -র মেয়াদ চলে যাবে।

সে বলল ইউনির সাথে কন্টাক্ট করতে, যেন তারা আমার জন্য একটা late arrival letter ইস্যু করে দেয়। অথবা আমার অ্যাডমিশন যেন next semester এ transfer করে। আমি ইউনিতে মেইল করেছি। কোন reply পাইনি এখনো। কি করব বুঝতে পারছি না।

আরেকটা ব্যাপার, Administrative Processing থেকে কি ভিসা রিজেক্ট হবার সম্ভাবনা আছে ? ভিসা পেতে কত দিন লাগতে পারে? কেউ যদি কোন ইনফো দিতে পারেন, খুব উপকার হয়। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।