আমাদের কথা খুঁজে নিন

   

‘বাংলাদেশের হিরোরা সালমানের মতো ম্যানলি না, সুইট! ’

কিছুই বলার নেই

এই কিছুদিন আগেই চলচ্চিত্র জগতে পা ফেলে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন মিষ্টি জান্নাত। একসঙ্গে পরপর তিন তিনটি চলচ্চিত্রে চুক্তিবদ্ধ হয়ে প্রথমেই তিনি বেশ সাড়া ফেলেন। বর্তমানে তিনি অভিনয় করছেন ‘লাভ এক্সপ্রেস’ চলচ্চিত্রের। চলচ্চিত্রটিতে তার বিপারীতে অভিনয় করছেন চিত্রনায়ক বাপ্পি। এটি ছাড়াও বাপ্পির সঙ্গেই আরো দুটি চলচ্চিত্রে মিষ্টি কাজ করতে যা্চ্ছেন।

একটি ওয়াজেদ আলি সুমনের পাত্রি চাই অন্যটি জাজ মাল্টিমিডিয়ার ফাঁস। মিষ্টির সময় কাটছে এখন শ্যুটিংয়ে শ্যুটিংয়ে। জানতে চাইলাম, নায়িকা হওয়ার আনন্দ কেমন অনুভব করছেন? শ্যুটিংয়ের জন্য তৈরী হতে হতে মিষ্টি উত্তর দিলেন, নায়িকা হওয়া যেমন আনন্দের তেমনি অনেক কষ্টেরও। শ্যুটিংয়ে অনেক পরিশ্রম করতে হয়। এছাড়া সব ঠিক আছে- হেসে জানালেন মিষ্টি।

লাভ এক্সপ্রেস চলচ্চিত্রটি প্রসঙ্গে মিষ্টি বলেন, চলচ্চিত্রটির শ্যুটিং প্রায় শেষ পর্যায়ে। আগামী ৮ তারিখ পর্যন্ত এর শ্যুটিং চলবে। তারপর জানুয়ারীতে আবার গানের শ্যুটিং। এর মধ্যে যেসব শ্যুটিং হয়েছে সেসব ঢাকার ভেতরেই হয়েছে। গানগুলোর শ্যুটিংয়ে কক্সবাজার, রাঙ্গামাটি এসব জায়গায় যাওয়া হতে পারে।

আর এই মুহুর্তে যাচ্ছি এফডিসিতে। সোমবার দিবাগত রাতে ফেসবুকে সবাইকে চমকে দিয়ে মিষ্টি তার স্ট্যাটাসে লিখেন- বিয়ে করতে চাই বাপ্পি চৌধুরীকে আমার ‘পাত্রি চাই’ নেক্সট মুভিতে কিন্তু রিয়েল বিয়ে করতে চাই সালমান খানকে। হুট করে সালমান খানকে বিয়ে করতে ইচ্ছে হলো কেন? জানতে চাইলে মিষ্টি বলেন, কাল একটা নিউজ দেখলাম সালমান খান নিজেকে চিরকুমার দাবি করেছেন। উনি হয়তো সত্যই বলছেন, কেউ বিশ্বাস করছেন না। সালমানকে আমার ভীষন পছন্দ।

ওর মধ্যে ভয়ংকর ম্যানলি ভাব আছে। এ জন্যই ওকে আমি বিয়ে করতে চাই। ও যদি আমাকে এ মুহুর্তে বিয়ে করতে রাজী হয় তাহলে আমিও এ মুহুর্তেই রাজী। বাংলাদেশের নায়কদের আপনার কেমন লাগে? মিষ্টির সোজাসাপটা উত্তর- বাংলাদেশের হিরোরা সালমানের মতো ম্যানলি না, সুইট। ওদের সবার মধ্যে সুইট একটা ব্যাপার আছে।

তবে এমন না যে বাংলাদেশের নায়কদের মধ্যে ম্যানলি কাওকে মনে হলে আমি সালমানের জন্য বসে থাকবো। তার গলাতেই মালা পরাবো। কথা দিলাম যাও, প্রমিজ! মিষ্টির এফডিসিতে যাওয়ার সময় হয়ে গিয়েছে, বিদায় নিয়ে মনে মনে ভাবলাম, হায়রে, এভাবেই বুঝি বাংলাদেশের নায়কদের কপাল পুড়লো!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।