আমাদের কথা খুঁজে নিন

   

চলে গেলেন জনতার কবি ফুয়াদ নেগম

মিসরের জনতার কবি হিসেবে পরিচিত কবি আহমেদ ফুয়াদ নেগম আর নেই। আজ মঙ্গলবার কায়রোতে তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মিসরের সরকারি সংবাদ সংস্থা আল-আহরামের বরাত দিয়ে আল-জাজিরা এ খবর জানিয়েছে।

কবি ফুয়াদ নেগমের বয়স হয়েছিল ৮৪ বছর। নেগমকে ২১ শতকের অন্যতম শ্রেষ্ঠ মিসরীয় কবি বলে ধরা হয়। তিনি ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট হোসনি মোবারকের কড়া সমালোচক ছিলেন। আরবের বিভিন্ন গণ-আন্দোলনে ফুয়াদ নেগমের কবিতা ও গান মুক্তিকামী মানুষের প্রেরণার উত্স ছিল। কায়রোর তাহরির স্কয়ারে হোসনি মোবারকবিরোধী বিক্ষোভের সময় তাঁর দুটি গান আন্দোলনকারীদের মনে বিশেষভাবে শক্তি জুগিয়েছে। 

 

 

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।