আমাদের কথা খুঁজে নিন

   

আসল বিশ্বকাপ ট্রফি আসছে বঙ্গবন্ধু স্টেডিয়ামে

কিছুই বলার নেই

আসল বিশ্বকাপ ট্রফি আসছে বঙ্গবন্ধু স্টেডিয়ামে মঙ্গলবার বাংলাদেশ ফুটবল ফেডারেশনে ফিফা ওয়ার্ল্ড কাপ ট্রফি ট্যুর বিষয়ে কোকাকোলা ও ফেডারেশনের কর্মকর্তাদের মধ্যে প্রস্তুতি মূলক সভা অনুষ্ঠিত হয়। আগামী ১৭ থেকে ১৯ ডিসেম্বর পেলে ম্যারাডোনার স্পর্শ পাওয়া আসল ট্রফি আসছে বাংলাদেশে। প্রথমে রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে ট্রফি বরণ শেষে প্রদর্শনী হবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। এবারই প্রথম আসল ট্রফি আসছে বাংলাদেশে। এর আগে ফুটবল বিশ্বকাপ ট্রফির রেপ্লিকা ঢাকায় এসেছিল ২৭ এপ্রিল ২০০২ সালে।

দীর্ঘ এগারো বছর পর আবারও নিজ দেশে ফুটবলের সেরা প্রতীক দেখার সুযোগ পাচ্ছে ফুটবলপ্রেমীরা। তবে এবার আর রেপ্লিকা নয় আসছে আসল ট্রফি। ফুটবল ফেডারেশনের এক সূত্র মতে রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে প্রথমে ট্রফি উন্মোচন করা হবে। সেখান থেকে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে স্থান পাবে সোনার মোড়ানো আসল ট্রফির। তবে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত আগামী ১১ ডিসেম্বর ফুটবল ফেডারেশনে সংবাদ সম্মেলনে জানানো হবে।

এ বিষয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ বলেন, ‘ট্রফি প্রদর্শনী বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে ১০ অথবা ১১ ডিসেম্বর। কোকাকোলার গ্রাহকদের মধ্যে লটারি করে প্রদর্শনীর টিকিট দেয়া হতে পারে। পুরোপুরি উন্মুক্ত প্রর্দশনী সম্ভব হবে না। ’ বর্তমানে ট্রফি অবস্থান করছে সাউথ আফ্রিকায়। সেখান থেকে ব্রাজিল, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত ও কাতার ঘুরে বাংলাদেশে পাড়ি জমাবে সেটি।

পৃথিবীর ৮৮ দেশে ২৬৭ দিনের ট্যুরের অংশ হিসেবে কোকাকোলা-ফিফা ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উদ্যোগে আসছে এই ট্রফি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।