আমাদের কথা খুঁজে নিন

   

চাঁদপুরে ট্রেনের বগি লাইনচ্যুত

  চাঁদপুরে রেললাইনের ফিসপ্লেট তুলে ফেলায় আন্তঃনগর মেঘনা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। আজ বুধবার ভোরে জেলা শহর থেকে ১০ কিলোমিটার পূর্বদিকে শাহাতলী স্টেশনের কাছে এ ঘটনা ঘটে। এতে চাঁদপুর-লাকসাম রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

ঘটনাস্থলের পার্শ্ববর্তী মেহের রেলস্টেশন মাস্টার গোলাম মোস্তফা প্রথম আলো ডটকমকে জানান, ভোর পাঁচটার দিকে মেঘনা এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রামের উদ্দেশে চাঁদপুর ছেড়ে যায়। দুর্বৃত্তরা রেললাইনের ফিসপ্লেট তুলে ফেলায় প্রায় সাত কিলোমিটার যাওয়া পর ট্রেনটি লাইনচ্যুত হয়। তবে অল্পের জন্য ট্রেনটির পাঁচ শতাধিক যাত্রী প্রাণে বেঁচে যান।

১৮-দলীয় জোটের ডাকা অবরোধে মেঘনা এক্সপ্রেস ট্রেনটিকে দুবার লাইনচ্যুত করার চেষ্টা করেছিল দুর্বৃত্তরা। তবে এলাকাবাসীর সর্তকতায় ট্রেনটি দুর্ঘটনা থেকে রক্ষা পায়।

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।