আমাদের কথা খুঁজে নিন

   

আমার প্রথম Laptop: Dell Vostro 1520

I am Bangladesh supporter আমি তখন Northern University Bangladeshতে BSc(ECSE) মাত্র ভর্তি হয়েছি। প্রথম semesterএ হঠাত ২য় হয়ে গেলাম ১৮জনের মধ্যে। আব্বা-আম্মা খুশি,শুধু ছোট বোন অখুশি। বেচারি ভাল ছাত্রী হয়েও শিক্ষকদের দয়ার অভাবে place পাচ্ছিল না। কিন্তু আরও সমস্যা হল।

আমার একটা মাত্র desk top computer যা আমার বোনের ঘরে। যখন আমি তা ব্যবহার করতে যাচ্ছি তখন আমার বোন তার ঘর বন্ধ করে ঘুমিয়ে আজ নয় তার versityর কাজ করছে। আমি পরে গেলাম বিপদে। second semesterএ Algorithm নিয়েছি। computer কম use করার ফলে আমার Grade কমে গেল।

3.76 থেকে 2.91 নেমে গেল। তার সাথে বোনের সাথে কম্পিউটার ব্যবহার সময় নিয়ে প্রতিদিন ঝগড়া। শেষে আম্মা অতিষ্ঠ আমাকে একটি laptop কিনে দিতে রাজি হল। আমাদের বাজেট ছিল ২৫,০০০ টাকা। কিন্তু আমার আব্বা আব্দুর রউফ সরকার ছিলেন একজন শিল্পী মানুষ।

তিনি আমাকে নিয়ে গেলেন RM computer ধানমণ্ডি প্রধান centerএ। RM Computerএর প্রধানের সাথে আব্বার পরিচয় ছিল। তিনি আমাকে ৪৮,৫০০ টাকা দামের Dell Vostro 1520 Laptop কে ৪৫,০০০ টাকায় দিলেন। ৩ মাস ভালই চলল। প্রথম সমস্যা হঠাত একদিন soundএ সমস্যা দেখা দিল।

আমি প্রায় সাথে সাথে RM computerএ নিয়ে গেলাম। তাঁরা এক সপ্তাহ সময় নিল। sound ঠিক করল তবে আগের চেয়ে সাউন্ড কমে গেল। ২ সপ্তাহের মধ্যে আবার sound নষ্ট হয়ে গেল যা আজ পর্যন্ত নষ্ট। কারণ আমি এরপর বিভিন্ন ব্যস্ততার কারনে RM computerএ যাই নাই।

এছাড়া laptopটা তাড়াতাড়ি গরম হয়ে যায়,batary back up কম,Driverগুলো Vostro 1320 install করা ছিল। কিছুদিন আগে কোন কারনে screenটি ভেঙ্গে যায়। Replace screen পেতে আমাকে ৩সপ্তাহ লাগে। এত সমস্যার পরও আজও সেই laptop দিয়ে এটার রিভিউ লেখছি। এতদিনে প্রায় ৩০০টার উপর ছিনেমা দেখেছি, অনেক কিছু ভালমন্দ download করেছি,somewhereinblog,amarbornomala blog,sonarbanglablog,prothom-aloblog আর আজ priyo tech লেখছি।

এই laptopটা আমার আব্বার শেষ উপহার। এরপর তিনি বছরখানিকের মধ্যে মারা যান। যতদিন laptopটা ততদিন তার গন্ধ পাওয়া যাবে কিংবা ছায়া পাওয়া যাবে। ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।