আমাদের কথা খুঁজে নিন

   

!!!!!!!!!!ছিঃ ছিঃ আমরা কি জাতি, মানুষ না অমানুষ!!!!!!!!

আপন সত্ত্বাই জ্বলতে চাই, নিজে পুড়ে অন্যকে আলোকিত করতে চাই.।.।।

১৯৭১, সালে এদেশ স্বাধীন হয়েছিল, তখন আজকের মত সুশীল সমাজ আর বড় বড় গলাবাজ নেতারা সরাসরি যুদ্ধে জড়াননি নিজেদের জীবন যারা বিপন্ন করে যুদ্ধ করেছিল , তারা ছিল আপনার আমার মত সাধারন মানুষ , আমরা এই সূর্যসন্তান দের কিছুই দিতে পারিনি , কিন্তু আমরা অনেককে অনেক কিছুই দিয়েছি, দিয়েছি পতাকা, যেটা তুলে দিয়েছি পতাকা পড়ানো মানুষ গুলোর গাড়িতে, ওটা পতাকা নয়, ওটা ৩০ লক্ষ্য মানুষের জীবন আর ৫ লক্ষ্য মা বোনের ইজ্জত, আজকে মনটা অনেক খারাপ তাই বেশি কিছু বলতে চাই না, খুব খারাপ লাগল যখন দেখলাম যে সহিংসতাই মুক্তিযোদ্ধা খুন, আর কি চাই, তার মৃত্যুতে যোগ্য সম্মানটাও দিতে পারলাম না, শুধু তাকে বলতে চাই দাড়ি টুপি সব সময় থাকে না তাই হয়তো আমার দোয়া কবুল হবে না তার পরও তোমার জন্য দোয়া করব আমি, আমি জানি তোমার মত বীর দের জন্য আমার মত মানুষ দের দোয়া লাগবে না, তারপরও বিবেক মানল না.।.। .।.।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।