আমাদের কথা খুঁজে নিন

   

বৃষ্টির ঠিকানা



বেড়িয়ে ছিলাম যখন আকাশে তখন খট খটে রোদ উদ্দেশ্য শাহবাগ থেকে কাঁটাবন পথে জহিরের সাথে দেখা তারপর হেঁটেছি কিছুটা অন্যমনস্ক একা, সেই ফাঁকে আকাশ গেছে ঢেকে মেঘে মেঘে; বৃষ্টি থামার অপেক্ষাতে দাড়িয়েছি দোকানের শেডে সেখানেই ইরা ! নীল আসমানি শাড়ি কাজলে আঁকা মায়া মায়া চোখে.. তারপর কতোকক্ষণ চৌম্বক আবিষ্টের মতন ভিজেছি দুজনেই এক ই বৃষ্টির ছাঁটে বৃষ্টি বাচাতে এসে বাঁধা পড়েছি মানবিক আবেগে

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।