আমাদের কথা খুঁজে নিন

   

সবই পরিকল্পিত কিন্তু ভুল

কপট ধার্মিক, ভীরু- ভন্ড, রাজাকার এবং তাদের বংশধরদের এই ব্লগে প্রবেশ নিষেধ

রাজনীতিতে কোন কিছুই হঠাৎ করে ঘটে না। সবই পরিকল্পিত। নির্বাচন কমিশন আর ক্ষমতাসীন আওয়ামী লীগ বলে আসছিলো "এখনো আলোচনার সময় আছে"। "এখনো আলোচনার সুযোগ শেষ হয়ে যায়নি"। ইত্যাদি ইত্যাদি।

কিন্তু এরই মধ্যে হঠাৎ করে নির্বাচনের তফসিল ঘোষণা করে বসে নির্বাচন কমিশন। মানে হলো বিএনপিকে নির্বাচনের সুযোগ না দেয়া! এটা হলো কুটিল রাজনীতি। যদি সরকার ও নির্বাচন কমিশনের সৎ উদ্দেশ্য থাকতো তাহলে আলোচনার জন্য বিএনপিকে আরও সময় দিতো মানে তারা ২৫ শে জানুয়ারী পর্যন্ত নির্বাচনকে পিছিয়ে দিতে পারতো। হঠাৎ এবং তারাতারি মনে হলেও আসলে সব কিছুই পরিকল্পিত। কেউ দেশের ভালো চায় না।

দেশের স্বার্থ দেখে না। সব শালা স্বার্থপর। নিজেদের স্বার্থের জন্যে দেশের বারোটা তোরোটা বাজিয়ে এখন ষোলটা বাজাচ্ছে। জনগন ভাঙ্চুর করছে! জ্বালাও পোড়াও করছে! মানুষ মারছে!! আরে বেটা এতে হাসিনা খালেদার কি হচ্ছে!? হচ্ছে তো তোর আর আমার। তারা কি পাবলিক জানবাহনে উঠে!? না তাদের বাড়িঘর পুড়ছে!? না তাদের ছেলেমেয়েরা মারা যাচ্ছে!!? হাসিনা ক্ষমতায় আছে আছে, মধু পান করছে! খালেদা ক্ষমতায় যেতে চায়।

ক্ষমতার মধু বড় মিষ্টি। জনগন ভেড়ার পাল। আর রাজনীতি করছে শুধু এরশাদ! এরশাদের কাছে হাসিনা খালেদার রাজনীতি শেখা উচিৎ।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।