আমাদের কথা খুঁজে নিন

   

☄☄☄ বিজয়ের মাসে বিজয়ের গন্ধ পাচ্ছি না। আফসোস ☄☄☄

Good things come to those who wait

ডিসেম্বর মাস শুরু হলেই চারিদিকে বিজয়ের সুবাস ছড়িয়ে পড়ে। বিগত কয়েক বছর এটাই দেখে এসেছি। এই মাসের ১ তারিখ থেকেই পত্রিকায় নিয়মিত তারিখ ধরে ধরে ঘটনা লিখতে থাকে। ১৯৭১ এর ১ তারিখে এই হয়েছে, ২ তারিখে এই হয়েছে... মোটামুটি ভাবে ১৬ই ডিসেম্বর পর্যন্ত চলে। প্রতি বছর এই সময়ে এই নিউজগুলো পড়ে আরাম পাই।

মাঝে মাঝে তো এমনি হয় যে মুক্তি বাহিনীর ঘটনা পড়ে শরীরের লোম দাড়িয়ে যায়। এই বছর এর ব্যতিক্রম হচ্ছে। কোন পত্রিকায়ই বিজয় এর মাস নিয়ে কোন কথা নেই। ডিসেম্বর মাস এসে গিয়েছে কিন্তু কোথাও বিজয়ের গন্ধ নেই। চারিদিকে শুধুই তীব্র দুর্গন্ধ ভেসে বেড়াচ্ছে।

আশা করি আসছে ১৬ই ডিসেম্বর এর আগেই সব সমস্যা সমাধান না হলেও অন্তত বর্তমান ইস্যুর সমাধান হবে। আসছে ২০১৩ ইং এর ১৬ ডিসেম্বরের আগে এবং পরে সবার ভাল কাটুক।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।