আমাদের কথা খুঁজে নিন

   

✮ ✯ মিরাজ সাহেব ✮ ✯

Good things come to those who wait

মিরাজুল নামের লোকটার সাথে পরিচয় মুদি দোকান থেকে জিনিস পত্র কেনার খাতিরে। দোকানের মালিকের হেল্পার হিসেবে কাজ করে। কেউ তেমন একটা দাম টাম দেয় না। মিরাজুল নাম বিকৃত করে অনেকেই মিরাইজ্জা বলে ডাকে। সাধারণত লুঙ্গি আর হাফ হাতা হাওয়াই শার্ট পরেই থাকতো।

দোকানের হেল্পারগিরি ছেড়েছে অনেকদিন হল। বছরখানেক আগে দেখি শান্তিনগরের বাজারের সামনে। পরনে শার্ট প্যান্ট। রিক্সায় করে ডাটা শাক আর দুটা ডাব নিয়ে যাচ্ছে। ডাবের আবার মাথা কাটা।

মাসখানেক আগে দেখি মাইক্রোবাসের সামনের সিটে সাহেব সাহেব ভাব নিয়ে বসে আছে। ওই মুদি দোকানে কয়েকদিন আগে গেলাম কেনাকাটা করতে। কথায় কথায় দোকানের মালিক হক সাহেব কে জিজ্ঞাসা করলাম মিরাজুলের কথা। তার কথা বলতেই হক সাহেব দেখি রাগে গজরাতে শুরু করলো। প্রথমেই তার নামে একটা গালি দিয়ে শুরু করলো মিরাজুলের উত্থান এর কথা।

সংক্ষেপে যা বলল তা হল, মিরাজুলের কাছে তার এক পরিচিত মহিলা সাহায্য নেওয়ার জন্য আসছিল। কিছু টাকা লাগবে বলে তার আরামবাগের আড়াই কাঠার জমি বিক্রয় করবে বলে। মিরাজুল এই সুযোগে অল্প টাকায় নিজের নামে জমি বায়না করে ডেভোলপার এর সাথে যোগাযোগ করে বেশ বড় অংকের টাকা এবং কয়েকটি ফ্ল্যাট পেয়ে যায়। অল্প কয়েকদিনের মধ্যেই তার অবস্থার পরিবর্তন আসে। কথা শুনে মনে হচ্ছিল হক সাহেবের অন্তরের জ্বালা সবচেয়ে বেশী।

তার পরের কাতারে আছে মিরাজকে যারা অবজ্ঞা করতেন তারা। এখন তাকে আর কেউ মিরাইজ্জা বলে ডাকে না। সবাই ডাকে "মিরাজ সাহেব। "

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।