আমাদের কথা খুঁজে নিন

   

আসুন কথা বলি চিরস্থায়ী সমাধানের পথ নিয়ে।

মুক্তিযুদ্ধ আমাদের অহংকার, ধর্মান্ধতা ও দলান্ধতা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী।

দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সকলেই উদ্বেগ প্রকাশ করছেন। সাধারন মানুষ যে বর্তমান পরিস্থিতিতে কতটা নিরাপত্তাহীনতায় ভুগছে তা বুঝার জন্য আপনাকে দার্শনিক হতে হবে না। কিন্তু দুঃখজনক হলেও সত্য, মূল সমস্যা নিয়ে কেউ কথা বলছে না। আমাদের রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা ও সংবিধান যে সমস্যার মূল কেন্দ্রবিন্দু তা কেউ বলছে না।

“দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এ কথাই প্রমান করছে, গত ৪২ বছর যে সংবিধান দিয়ে দেশ পরিচালিত হচ্ছে, তা কেবল অকার্যকরই নয়, অপ্রয়োজনীয়ও বটে। “ আমাদের রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা ও সংবিধান এক ব্যক্তির হাতে এত বেশি ক্ষমতা দিয়ে রেখেছে যে, তার ইচ্ছার বিরুদ্ধে গিয়ে একজন মানুষ কিছু করতে পারে না। সে যতই যোগ্য হোক না কেন। উদাহরন হিসেবে আমরা সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী, ডাঃ কামাল হোসেন, বঙ্গবীর কাদের সিদ্দিকী প্রমূখের কথা মনে করলেই হিসেব মিলে যায়। অর্থাৎ যখন যে দলই ক্ষমতায় আসবে সেই দলের দলীয় প্রধানের ইচ্ছার উপর নির্ভর করে জনগনের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদের ভাগ্য।

উদাহরন হিসেবে ধরে নেই আপনি একজন সাধারন জনগন। আপনার এলাকায় যিনি এমপি নির্বাচিত হয়েছেন আপনি তাকেই ভোট দিয়েছেন। এবার আপনার নির্বাচিত জনপ্রতিনিধি যাকে আপনি ভোট দিয়ে সংসদে পাঠিয়েছেন, তিনি দেখলেন সংসদে এমন একটি বিল পাশ হচ্ছে যা আপনার এলাকার জন্য ক্ষতির কারন। এবং আপনার ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি একজন দেশ প্রেমিক ও নিজ এলাকার মানুষের জন্য সত্যিকার অর্থেই আন্তরিক। তাই তিনি নিজ এলাকার জন সাধারনের কথা চিন্তা করে দলীয় সিদ্ধান্তের বাহিরে গিয়ে উক্ত বিলের বিরুদ্ধে অবস্থান নিয়ে সংসদে সেই বিলের বিপক্ষে ভোট দিলেন।

তাহলে সংবিধান অনুযায়ী আপনার এলাকার এমপির সংসদ পদ খারিজ হয়ে যাবে। আর মন্ত্রী থেকে শুরু করে সুইপার পর্যন্ত সকলের চাকুরীও বহাল থাকা না থাকা প্রধানমন্ত্রীর ইচ্ছার উপর নির্ভর করে তা আমরা সকলেই জানি। তাহলে দেখা যাচ্ছে সংবিধান ও রাষ্ট্রীয় শাসন কাঠামো সাজানো হয়েছে এমন রূপে, ১৬কোটি মানুষের ভাগ্য বিধাতা তিনিই যার হাতে দেশের শাসন ক্ষমতা। এবার আপনিই বলুন যে সংবিধান ও শাসন ব্যবস্থা সকল ক্ষমতা এক ব্যক্তি কেন্দ্রীক তা যদি পরিবর্তন করে জন কল্যান মূল শাসন কাঠামো ও সংবিধান তৈরী না করা হয়, তবে বর্তমানে দেশে যে রাজনৈতিক হানাহানির নামে সাধারন মানুষ বলি হচ্ছে তার কি চিরস্থায়ী সমাধান হবে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।