আমাদের কথা খুঁজে নিন

   

নোয়াখালীর পুরাতন জেলা শহরে কবি নজরুল প্রি-ক্যাডেট একাডেমি‘র আনুষ্ঠানিক কার্যক্রম শুরু

আমি মফস্বল শহরের একজন সংবাদ কর্মী

নোয়াখালীর পুরাতন জেলা শহর পৌরসভার ৯নং ওর্য়াড কাঞ্চন মেম্বারের পোল সংলগ্ন স্থানে অবস্থিত বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের নামে প্রতিষ্ঠিত কবি নজরুল প্রি-ক্যাডেট একাডেমির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টায় মিলাদ-মাহফিলের মধ্যে দিয়ে কবি নজরুল প্রি-ক্যাডেট একাডেমির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করেছেন প্রতিষ্ঠানটির উদ্যোগতা পরিচালকবৃন্দ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কবি নজরুল প্রি-ক্যাডেট একাডেমির পরিচালক মো.কলিম উল্ল্যাহ সেলিম, রিয়ান্তা সুলতানা,সুব্রত পাল,কাজী আনোয়ারুল মামুনসহ একাডেমির শিক্ষক শিক্ষিকা ও নতুন ভর্তি হওয়া ছাত্র-ছাত্রীবৃন্দ এবং উৎসুক এলাকাবাসী। এলাকাবাসী জানান,অত্র এলাকায় ভালো মানের স্কুল হওয়ায় আমরা গর্ববোধ করছি। আমাদের এলাকার এক থেকে দুই কিলোমিটারের মধ্যে কোন কিন্ডার গার্টেন না থাকায় কোমলমতি শিশুদের অনেক দূরে গিয়ে পড়ালেখা করতে হয়,ফলে অনেক শিশুরাই স্কুল থেকে এসে অসুস্থ হয়ে পড়ে।

যার কারণে শিশুরা পড়ালেখা ছেড়ে দেয়। এই এলাকায় কবি নজরুল প্রি-ক্যাডেট একাডেমি হওয়াতে এলাকার সকল শিশুরাই লেখাপড়ার সুযোগ পাবে। পৌরসভার ৯নং ওর্য়াড মহিলা কাউন্সিলর ফরিদা আক্তার জানান, কবি নজরুল প্রি-ক্যাডেট একাডেমি এই এলাকায় হওয়াতে বাচ্চাদের চেয়ে মায়েদের অনেক সুবিধা হবে। কষ্ট করে আর দুরে যেতে হবে না। সংসারের কাজ ফেলে বাচ্চাদের জন্য স্কুলে বসে থাকতে হয় এখন আর বসে থাকতে হবে না।

জানতে চাইলে কবি নজরুল প্রি-ক্যাডেট একাডেমির পরিচালক ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সেকশান অফিসার রিয়ান্তা সুলতানা জানান,সেবাই আমাদের মূল লক্ষ্য। এই প্রতিষ্ঠান আমাদের একার নয় এলাকার সকলের জন্য আমাদের এই প্রতিষ্ঠন। কবি নজরুল প্রি-ক্যাডেট একাডেমির শিক্ষার প্রসারনের মাধ্যমে এই এলাকায় শিশুরা পড়ালেখা সুযোগ পাবে। কবি নজরুল প্রি-ক্যাডেট একাডেমীর শিক্ষিকা নাইমুন নাহার জানান,এই প্রতিষ্ঠানটি হওয়াতে শিক্ষার মানের পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.