আমাদের কথা খুঁজে নিন

   

অনেকখানি,হ্যা অনেকখানি বদলে গেছ তুমি

আহ অমরত্ব, তোমার উষ্ণ ঠোঁটে রাখি ঠোঁট, চোখ বন্ধ করে সবটুকু আনন্দ ভোগ করি। তোমার উষ্ণতায় বারেবারে বিলীন হয়ে যাই, দিতে পারিনি কিছুই, শুধু নষ্ট করে যাই। বদলে গেছ তুমি অনেকখানি। বদলে গেছ তুমি পৃথিবীর মত, উষ্ণায়ন কিংবা বিশ্ব অর্থনীতিতে মন্দার প্রভাবে, বদলে যাওয়া পৃথিবীর মত,বদলে গেছ তুমি। বদলে গেছ, তুমি আদর্শবাদীদের আদর্শের মত।

দামি গাড়ি হাকিয়ে আসা , সমাজতন্ত্রের নেতাদের মত,বদলে গেছ তুমি। বদলে গেছ তুমি, ধর্ম কিংবা অধর্মের মত। সাকার নিরাকারের মিশ্রনে তৈরি ধর্ম কিংবা ধর্মমতের মত বদলে গেছ তুমি। যে চোখ দেখত নীল আকাশ, আজ তা বিষণ্ণ বাস্তবতা খুজে বেড়ায়। কর্পোরেশনের গাড়ির মত সকাল বিকালে বাস্তবতাগুলো খুঁড়িয়ে নেয়।

আলোতে বসে অন্ধকারের তপস্যায় আজ তুমি। অনেকখানি,হ্যা অনেকখানি বদলে গেছ তুমি। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।