আমাদের কথা খুঁজে নিন

   

জয়পুর চলচ্চিত্র উৎসবে তানভির মোকাম্মেলের 'জীবনঢুলী'

জয়পুর আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে স্থান পেল বাংলাদেশের বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক মুভি 'জীবনঢুলী'। আগামী ১ ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে এই চলচ্চিত্র উৎসব, চলবে আগামী ৫ তারিখ পর্যন্ত। উৎসবে দেখানো হবে বাংলাদেশের প্রখ্যাত চিত্রপরিচালক তানভীর মোক্কামেল পরিচালিত এই মুভিটি।

প্রায় ৯০ মিনিট দৈর্ঘ্যের এই মুভিতে ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ের একজন হিন্দু ঢাকীর জীবনের কথা তুলে ধরা হয়েছে। ইতোমধ্যেই মুভিটি দেশবিদেশের বেশ কয়েকটি সম্মানে ভূষিত হয়েছে।

পরিচালক মোকাম্মেল জানান, বাংলাদেশের সেন্সর বোর্ডের ছাড়পত্র পেলে আগামী ১৭ ডিসেম্বর সেদেশে মুক্তি পাবে 'জীবনঢুলী'। ছবিটি নিয়ে দর্শকদের ভালো সাড়া পাবেন বলেও আশাবাদী পরিচালক।

মুভিটিতে অভিনয় করেছেন বাংলাদেশের বিশিষ্ট অভিনেতা রামেন্দু মজুমদার, তাবিবুল ইসলাম বাবু, ওয়াদিহা মল্লিক জলি, চিত্রলেখা গুহ, শতাব্দী ওয়াদুদ, জ্যোতিকা জ্যোতি, রফিকা ইভা। 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।