আমাদের কথা খুঁজে নিন

   

‘তুমি নিজেই নিজের বস হও’

‘তুমি নিজেই নিজের বস হও’ এই শ্লোগান নিয়ে যাত্রা করেছে লাকি আইডিয়া বিডি ডট কম নামের ওয়েব সাইট। সাধ্যের মধ্যে, পছন্দের বিভাগে বিনামুল্যে ব্যবসার আইডিয়া দিচ্ছে লাকি আইডিয়া বিডি ডট কম।
১১টি বিভাগ থেকে ৩৫০ টি ব্যবসার আইডিয়া নিয়ে চলতি বছরের মাঝামাঝিতে শুরু হয়েছে এ ওয়েবপেজের যাত্রা। এতে পছন্দের বিভাগে সামর্থ্যের মধ্যে আইডিয়া খুঁজে নেবার সুবিধা রয়েছে। আগ্রহীরা এখানে যে সব বিষয়ে ব্যবসায়িক ধারণা পেতে পারেন সেগুলো হলো কৃষি, কুটির শিল্প, বুহৎ কুটির শিল্প, শিক্ষা, আইটি, মিডিয়া, ফ্যাশন, ইঞ্জিনিয়ারিং, প্রিন্টিং ইত্যাদি।

লাকি আইডিয়া বিডি ডট কম  নামের ওয়েবসাইটটি দাবি অনুযায়ি, বাংলাভাষায়ই কেবল নয়; সারা পৃথিবীতেই এ ধরনের উদ্যোগ এটিই প্রথম। কেননা এর প্রতিটি আইডিয়াতে রয়েছে সম্ভাব্য বিনিয়োগের পরিমাণসহ সম্ভাব্য মুনাফার একটি স্বচ্ছ ধারণা। রয়েছে উৎপাদিত পণ্যের বাজারজাত করণ প্রক্রিয়া সর্ম্পকিত নানা প্রয়োজনীয় তথ্যও। লাকি আইডিয়া বিডি ডট কমে ফ্ল্যাট বাড়ির বারান্দায় সবজী চাষ করা থেকে শুরু করে মাছের আঁশ থেকে মুক্তা তৈরী কিংবা পাথর কুচি গাছের পাতা থেকে বিদুৎ উৎপাদন করার মতো আইডিয়া রয়েছে। যা বাস্তবায়নে প্রয়োজন ৫ হাজার টাকা থেকে শুরু করে ৫০০ কোটি টাকার বিনিয়োগ।

যদিও দেশের মানুষের আর্থিক অবস্থা বিবেচনা করে এখানে ৫০ হাজার টাকা থেকে শুরু করে ২০ লাখ টাকার মধ্যে বাস্তবায়নযোগ্য আইডিয়া বেশি রাখা হয়েছে। যেন সাধারণ যে কোন মানুষ তার পছন্দের আইডিয়াটা সহজে বাস্তবায়ন করতে পারেন। এজন্য ১১ জনের একটি তরুন র্কমীদল মাঠে ঘাটে পথে প্রান্তরে ঘুরে আইডিয়াগুলো সংগ্রহ করেন। কেবল মাত্র ব্যবসায়িক আইডিয়া দিয়েই এই ওয়েবপেজটি তার দ্বায়িত্ব শেষ করেনি; বরং একজন নতুন উদ্যোক্তাকে আত্মবিশ্বাসী করতে দিচ্ছে দক্ষতা অর্জনের নানা টিপস। রয়েছে কোথায় কোন প্রশিক্ষন পাওয়া যাবে সে সর্ম্পকিত তথ্য।

তরুণ প্রজন্মকে ব্যাবসায় উৎসাহী করতে লাকি আইডিয়া বিডি ডট কম এ রয়েছে সেইসব ব্যক্তিদের কথা যারা একসময় অতি দরিদ্র ছিলেন। কেবল নিজের চেষ্টায় তারা এখন সফলতার শীর্ষে অবস্থান করছেন। যারা ইতিমধ্যে পেশা হিসাবে চাকরীকে বেছে নিয়েছেন তারাও অবসর সময়কে কাজে লাগিয়ে সহজেই বাড়তি আয়ের ব্যবস্থা করতে পারেন এখান থেকে আইডিয়া নিয়ে । লাকি আইডিয়া বিডি ডট ক  মে রয়েছে যে কোন বিষয়ে জানার জন্য সহজ যোগাযোগ ব্যবস্থা। রেজিষ্ট্রেশন করে যে কেউ শেয়ার করতে পারেন তার নিজের পরিকল্পিত বিজনেস আইডিয়াটাও।

এত সবের মূলে যিনি কাজ করছেন, লাকি'র উদ্যোক্তা ফারহানা লাকী বলেন, "আমি স্পষ্ট দেখতে পাই একদিন সারা পৃথিবীতে বাংলাদেশ অনুকরণীয় হয়ে উঠবে। যার যার অবস্থানে থেকে আর্থিকভাবে স্বচ্ছল হয়ে উঠবে দেশের প্রতিটি মানুষ। অন্যের অধিনে অন্যের জন্য নিজের মেধা শ্রম বিনিয়োগ করে কাজ করার উদ্দেশ্যে ছোটা বন্ধ হবে। কেবল পরিশ্রম আর কাজের প্রতি ভালোবাসা বদলে দেবে জীবনের ধারা। আর এই জন্য আমি কাজ করে যাচ্ছি।

এখান থেকে আইডিয়া নিয়ে যার যতটুকু সামর্থ আছে সে ততটুকু দিয়েই শুরু করতে পারবেন পছন্দ অনুযায়ী ব্যবসা। হতাশার কিছু নেই। কেবল পরিশ্রম করেই ভাগ্য উন্নয়ন করা সম্ভব। ” উচ্চাভিলাষী যে কোন ব্যবসার আইডিয়া বাস্তবায়ন করার জন্য যথেষ্ট পুঁজি যোগাড় করা দেশের অধিকাংশ মানুষের পক্ষেই সম্ভব নয়। সেই বাস্তবতা মনে রেখেই এখানকার কর্মীরা সহজে বাস্তবায়ন যোগ্য আইডিয়ার খোঁজ পেতে ছুটে চলছেন অহর্নিশ
সাইটটি দেখুন।

> লাকি আইডিয়া বিডি ডট কম

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে বার     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.