আমাদের কথা খুঁজে নিন

   

ছাত্রদল-ছাত্রলীগ সংঘর্ষ, আহত ৪০

সুনামগঞ্জের ছাতকে ছাত্রদলের ডাকা হরতালে ছাত্রদল ও ছাত্রলীগের মধ্যে সংঘর্ষে অন্তত ৪০ আহত হয়েছেন। আজ রবিবার বেলা আড়াইটার দিকে ছাত্রলীগের হরতাল বিরোধী মিছিল থেকে বিএনপির অফিসে  আগুন দেয়ার ঘটনার জের ধরে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারসেল ও রাবার বুলেট নিক্ষেপ করেছে পুলিশ।

সংঘর্ষে ছাত্রলীগের ছোড়া গুলিতে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক ফয়জুল আহমদ পাবেলসহ তাদের ৩০ নেতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন বলে দাবি করেছে ছাত্রদল। আহতদের ছাতক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত উপজেলা সদরের বাসস্টেশনে ছাত্রদল ও ছাত্রলীগের মধ্যে থেমে থেমে সংঘর্ষ চলছে।

প্রত্যক্ষর্শীরা জানান, রবিবার বেলা সোয়া দুইটার দিকে কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য শামীম আহমদ চৌধুরীর নেতৃত্বে শহরে একটি হরাতাল বিরোধী মিছিল বের হয়। মিছিলটি শহরের বাসস্টেশনে বিএনপির উপজেলা অফিস অতিক্রম করার সময় অফিসের আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয় ছাত্রলীগে নেতাকর্মীরা। এ ঘটনার জের  ধরে ছাত্রদল ও  ছাত্রলীগ সংঘর্ষে জড়িয়ে পড়ে। শেষ খবর পাওয়া পর্যন্ত বেলা সাড়ে ৩টার দিকে বিএনপি অফিসের আগুন নেভাতে ঘটনাস্থলে কাজ শুরু করেছে ফায়ার সার্ভিসের একটি ইউনিট।

ছাতক থানার ওসি শাহজালাল মুন্সি জানান, সংঘর্ষ থামাতে পুলিশ অন্তত ৩০টি টিয়ার সেল ও রাবার বুলেট  ছুড়েছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।