আমাদের কথা খুঁজে নিন

   

Google Nexus 7, schwarz, 7" Tablet WiFi + 3G, 32GB

বাধঁ জোড়ার আওয়াজ > With Great Power, Comes Great Responsibility অনেক গবেষনা করিয়া ইহা বাহির করিলাম । আজকের রজনীটা মনে হইল স্কন্ধে লুকাইল । কবি গুরু জসিম উদ্দিন বলিয়াছেন... লুকাইয়ওনা মনের কথা, বেড়াও বলিয়া .. সিন্দু শিশির তুলিয়া ! * Google Nexus 7, schwarz, 7" Tablet WiFi + 3G, 32GB এখনও কিনি নাই । সন্ধ্যা হতে আজাইরা পড়া আর আউট বই বাদ রেখে আর জেকি কাগু তথা চেনের মুভি দেখে পার করলাম আর গবেষনা করলাম কোন টেব বা মোবাইল নিব । একটা মোবাইল বা টেবের খুবই প্রয়োজন অনুভব করছিলাম ।

প্রথমে চিন্তা করলাম কি ধরনের নেওয়া যায় । পথে ঘাটে হাটা হাটি করি , ঘর থেকে বই এর স্ক্যান করে আপলোড করে কাজে যেতে যেতে পড়তে পারব বা ব্লগাতে পারব বা চ্যাটাইতে পারব । দেখলাম হাতে সহজে বহনযোগ্য হতে হবে আর আমার যা চাহিদা তা ১০ ই. টেব পুরন করতে পারলেও এত বড় জিনিসটা হাতে ধরে হুদাই ঝামেলা । ব্লাকি থেকে আরও বেশী ব্যবহার বান্ধব হতে হবে । ১ম কথা বাল্কি বা অতি ভাড়ী বা বোঝা টাইপের বা হাতের নাগালের বাহিরে হওয়া যাবে না ।

২য় সস্তা হতে হবে । ৩য় সিম সাপোর্ট করতে হবে ৩জি বা ৪জি যাই হোক ২জিও সাপোর্ট দিতে হবে । ৪র্থ মেমরী কার্ড সুবিধা থাকলে + পয়েন্ট দিব । না থাকলে অপশনাল ব্যবস্থা থাকতে হবে যেমন ইউ এস বি । ৫ম গ্রাফিক্স কোয়ালিটি ও সিপিউ ভাল থাকতে হবে ।

যাতে গেমাইতে পারি সুযোগে । ১মে চিন্তা করেছিলাম ১০ ই. নিব কিন্তু দেখলাম উপরের সুবিধা গুলি সস্তাতে ৭ ই.তেই পাব । আর বহনযোগ্য হবে । দামের নিয়ত ছিল ১০ হাজার কিন্তু ৩০ হাজার ছাড়াবে বুঝতে পারছি । দু:খের বিষয় ।

আমার খবর হয়ে যাবে বেকআপ দিতে । কিন্তু ব্যাটারী নিয়ে চিন্তায় আছি । ২ বছরে কি হবে ? এই জন্যেই সেকেন্ড হেন্ড থেকে কিছু কিনি নাই, ইচ্ছা ছিল অন্য কারউ টা কিনব । কিন্তু ভেবে দেখলাম ১০ হাজার টাকা কম হলেও সেকেন্ড হ্যান্ড তো সেকেন্ড হ্যান্ডই ! টেগরা ৩টার কারনেই চুস করা । না হলে টেগরা ২ সাপোর্টের ২০ হাজার এর সেমসাং , আসুস, এসার এর অনেক ভার্সন ছিল ।

আর আরেকটা হল সিম নিয়ে । দাম এ আমি বিন্দুমাত্র খুশি নই । আমার মনের মত হত যদি টেগরা ৩, ২ জিবি রেম, ৮ জিবি ইন্টারনাল মেমরী, ৪.০ এন্ড্রু, ফ্রন্ড ৫ মে., ফেইস ১.৩ ক্যাম, গড়িলা ডিসপ্লে এইচডি সাপোর্ট ১৬মি.কালার, এইচডি এমআই কানেক্ট ও এসডি কার্ড সহ থাকত = দামযদি ২০ হাজার থেকে ২৫ হাজার এর মাঝে থাকত । কিন্তু আমার ডিমান্ড বহু উচা । তাই আর হল না ।

ঠিক নাই কি কিনতে কি কিনে ফেলি । .. শেষ পর্যন্ত আরক মার্ক ৫ কি ১০ হাজারেও শেষ করতে পারি । ৭ই. কিন্তে গিয়ে ১০ ও কিন্তে পারি.. সবই তার ইচ্ছা । *বক্তব্যটা আমার জসিম উদ্দিন সাহেবের নাম নিলে ভাবটা জমত বলে... ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.