আমাদের কথা খুঁজে নিন

   

"মুন' নামটা

আমি একটা পাগল

"মুন' নামটা ইংরেজি শব্দ, বলেছে সে নাকি বাংলান্ধ! আর কত করবে ধার, আর কত পাবে পার। অন্ধকে দেখেছি পথ চলতে, ধীরে ধীরে পৌছায় গন্তব্যতে। প্রত্যেকে উপদেশ পায় একাগ্রচিত্তে; কোন কাজ করলে জিতে। আর কত অধিক মনোযোগে; বাঙ্গ করবে মূর্খরা একযোগে! ধর্মান্ধ বলতে কাকে বুঝায়? ধর্মগুলোর ধার্মিকরাই যদি হয়। প্রতিদিন যারা প্রার্থনা করে এড়িয়ে মন্দ ঐক্য করে সতর্ক সবসময়, সত্যের সাথে সত পথে, শান্তির পথে। বলেছে কি স্বধর্ম জ্ঞানিকে, প্রাধান্যের অহংকারে হারিয়ে নিজেকে? লালসাময় চিন্তাধারা শুধুই অগ্রগতি, সমাজে বাড়ছে অবৈধ রতি! জড়িয়ে যাচ্ছে পটানো ধর্ষেনে ডিঙ্গাইয়া যাচ্ছে অস্তিত্ব অকারণে। একই বিশ্বাসে একই দায়িত্ব, মৌল বিষয়গুলো আমার সত্ব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।