আমাদের কথা খুঁজে নিন

   

২৪ ক্যারেট সোনার স্মার্টফোন পাচ্ছেন দুই ভাগ্যবান

আসল সোনা যাকে বলে! সেই ২৪ ক্যারেট সোনার তৈরি একটি করে এইচটিসি স্মার্টফোন পাচ্ছেন অপরিচিত দুই এইচটিসি ভক্ত। ২০১৪ সালের নতুন বছরে এ স্মার্টফোনটি হাতে পাবেন তাঁরা। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে এইচটিসির একটি বিশেষ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জয়ী হয়েছেন তাঁরা।
সোনালী স্মার্টফোন তৈরিতে এইচটিসি অবশ্য নতুন নয়। এর আগে ১৮ ক্যারেট সোনার প্রলেপ দেওয়া মাত্র পাঁচটি স্মার্টফোন বাজারে এনেছিল এইচটিসি।

এবারে প্রতিযোগীতায় জয়ী দুই ভাগ্যবানের হাতে ২৪ ক্যারেট সোনার তৈরি স্মার্টফোন তুলে দেওয়ার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
এদিকে মার্কিন বাজার বিশ্লেষকেরা জানিয়েছেন, বর্তমানে সোনালী রঙের স্মার্টফোনের চাহিদা বাড়ছে। বাজারে অ্যাপল ও স্যামসাং সোনালী রঙের স্মার্টফোন এনেছে। তবে, অ্যাপল ও স্যামসাংয়ের সোনালী রঙের স্মার্টফোনের চেয়ে ২৪ ক্যারেট সোনায় মোড়ানো ফোনটি আরও বেশি ঝকঝকে।
এইচটিসি জানিয়েছে, ২৪ ক্যারেট সোনার তৈরি স্মার্টদুটি এইচটিসি ওয়ান স্মার্টফোনের সুপার-লিমিটেড এডিশন।

এই স্মার্টফোন দেখতে অনেকটাই সোনার বারের মতো।
এইচটিসি জানিয়েছে, যাঁরা এইচটিসির এই সোনালী স্মার্টফোন কেনার কথা ভাবছেন তাদের জন্য শিগগিরই সোনালী রঙের এইচটিসি ওয়ান বিক্রি শুরু করবে প্রতিষ্ঠানটি।  

 

সোর্স: http://www.prothom-alo.com

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।