আমাদের কথা খুঁজে নিন

   

আওয়ামী লীগের বাম নাস্তিক, শিবসেনা সহবাস অতঃপর পাছার সার্টিফিকেট অর্জন

হৃদয়ে থাকুক বসন্ত জাতীয়তাবাদী ব্লগাররা ব্লগে সম্পূর্ণ বিচ্ছিন্নই বলা যায়। নিজেদের মধ্যে কোন যোগাযোগ নাই, এদের দিয়ে জীবনেও ব্লগে এ টিম প্রতিষ্ঠা করা সম্ভব হবে না। তা সত্ত্বেও ব্লগার ধীবর সবার মাঝে একটি পরিচিতি সৃষ্টি করার জন্যই একটা পোস্ট দিলেন। এতো দিন বিএনপির ব্লগাররা ছিল সামুর সৎ ছেলের মত। আপন ছেলেরা হল, আম্লীগ, ছাগু, নাস্তিক, বাম এরাই।

এতো বড় একটা শক্তি অথচ কোন মুভমেন্ট নাই। অন্যরা শান্তিতেই ছিল, তাই ধীবরের পোস্ট দেখে ওরা বুঝতে পারলে তাদের জামানা শেষ। লেজে আগুন লাগিয়ে লাফানো শুরু করছে একেকটা। কোন পোষ্টে যাবে, কাকে ট্যাগ দিবে, কাকে দিবেনা সব মাথা খারাপ হবার অবস্থা। এরপরেই স্বরলিপি নামে এক ব্লগার খুবই বাজে গালাগালি করে একটা পোস্ট দিল।

সারাদিন ঝুলে থাকার পর রাত্রে সেই পোস্ট সরিয়ে ফেলা হল। এরপর সে মোটামুটি ভদ্র ভাষায় একটা পোস্ট নাজিল করল, কিন্তু কমেন্টে গিয়ে সেই গালিগালাজ চলছেই। ছাগুদের ওপেন সিন্ডিকেট করতে দেওয়া ঠিক কিনা ? ৭১ এর পরাজিত শক্তি ব্লগে ওপেন ঘোষনা দিয়ে একত্রিত হতে চাচ্ছে অনেক ভেবেও এই নিকটা সামুতে কার হতে পারে বের করতে পারলাম না। এরপর ফেসবুকে ঢুঁ দিলাম, একটু খুঁজতেই পেয়ে গেলাম। একটা ফেক আইডি, যার মালিক এক নিক নিজেই।

নিজের প্রতিটি পোস্টই শেয়ার দিয়েছে পূর্বে। খুবই আশ্চর্য হলাম পলিটিকাল ভিউতে লেখা, 'হেইট বিডি পলিটিক্স'। পলিটিক্স ঘৃণা কইরাই তার এই অবস্থা, করলে না যেন কি করত? নিশ্চিত ব্লগারদের চাপাতি নিয়া কুপাইত। এটা স্বরলিপির ফেইক আইডি কিছুই নাই তার ফেবুর ওয়ালে, তখন তার ফ্রেন্ড লিস্টে উঁকি মারতেই দেখি সন্দেহ জনক, ১১ জন বন্ধুর মাঝে ১০ জনই হিন্দু। তার ফ্রেন্ডলিস্ট হিন্দু হওয়াটা খারপ না তবে তার ফ্রেন্ডদের অধিকাংশই ওপারের দাদা বাবু।

দুই একজন এদেশী আছেন, তেমন একজনের ফেবু ফ্রেন্ড লিস্টের লিঙ্কটাও দিলাম। Jyoti's Friends ১২০০ বন্ধুর মাঝে হাজার জনের অধিকই হিন্দু। সমগ্র বাংলাদেশের হিন্দু সমাজই যেন তার বন্ধু তালিকায় আছে। চেক করতে নিজের কয়েকজন হিন্দু বন্ধুরও ফ্রেন্ড লিস্ট চেক করলাম, না আর কারও এমন নেই। সন্দেহ হল, এরা সবাই মিলে কোন সংগঠনের নয় তো?মনে পড়ে অনেক আগে ব্লগার মোটা মানুষ একটা পোষ্ট দিয়ে ছিলো সামুতে এ্যাক্টিভ ভারতীয় হিন্দু মৌলবাদীদের নিয়ে।

আওয়ামী লীগ হলে তো অন্তত পিয়ালরে সাবসক্রাইব করার কথা, তাও না। স্বরলিপির ফ্রেন্ড লিস্টে আবার উঁকি দিতেই একটি নাম চোখে আসল। আপনারাই দেখে নিন, Biplob Kanti Dey পুরো প্লটটাই চোখের সামনে ভেসে উঠল। এক সময় বাম নাস্তিকদের সাথে সহবাস, আর এখন জোট বেঁধেছে তীব্র ইসলামবিরোধী কট্টর সাম্প্রদায়িক শিবসেনাদের সাথে। বিপ্লব কান্তি, অপর্ণা হালদারদেরই এক সহকর্মী এই স্বরলিপি।

তো এই স্বরলিপি তার পোষ্টের প্রত্যেককেই গালি দিয়েছে, সবারই োগা বা জননীর োগা নিয়ে বাজে কথা বলেছে। শুধু তিনজন ছাড়া। আমার প্রশ্ন হচ্ছে কিভাবে তারা স্বরলিপির মত একটা সাম্প্রদায়িক কীটের কাছে এই রকম একটা পোষ্টে সহমত জানালো? একটুও লজ্জা হলো না তাদের? ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.