আমাদের কথা খুঁজে নিন

   

কেন তুমি বিজ্ঞান পড়বে?

বিজ্ঞান বলে কাক খুবই বুদ্ধিমান। কেন বলো তো? তাহলে একটি গল্প শোনো।
অনেক খুঁজে খুঁজে একটি কাক একটি খাবার পেল। ক্ষুধার্ত কাক খাবার পেয়ে মহাখুশি। এবার নিশ্চিত পেট ভরবে তার।

কিন্তু সেটা মুখে পুরতে গিয়েই বাঁধে বিপত্তি। খাবারটি শুধু শক্ত নয়, একেবারে পাথর। বলো তো তখন কাক কী করবে? নিশ্চয়ই ভাবছ, অন্যান্য পাখির মতো কাকও সেই খাবারটি ভাঙার অনেকক্ষণ চেষ্টা করে ব্যর্থ হলে ফেলে দেবে। কিন্তু না! কাক তখন বুদ্ধি খাটায় বেশ। কোনো একটা ট্রাফিক সিগনালে গিয়ে সে সেই শক্ত খাবারটা ফেলে রেখে সাইডে গিয়ে চুপটি করে বসে থাকে।

আর চেয়ে থাকে কতক্ষণে একটি গাড়ির চাকা দৈবক্রমে তার খাবারটির উপর পড়ে সেটির শক্ত খোসা ভেঙে রেখে যাবে। ভাঙার পরেই কিন্তু হন্তদন্ত হয়ে ছুটে গিয়ে খাবার তুলে আনে না কাক। বরং অপেক্ষা করে কখন আবার সিগনাল পড়বে। সিগনাল পড়লে সে ধীরে ধীরে গিয়ে খাবারটা কুড়িয়ে এনে খায়।



বুঝলে ব্যাপারটা? কতটা বুদ্ধিমান হলে এমনটা করা সম্ভব? জানো তোমার জন্য কাকের সেই কা-কা গানের বাইরে এমন মজার এবং বিশেষ খবরটা বের করে এনেছেন কারা? বিজ্ঞানীরা।

শুধু কাক নয় ছোট ছোট প্রাণীদের নিয়েও চলে তাদের বছরের পর বছরের গবেষণা।
আবার দেখো, এই যে তুমি পৃথিবীর উপর দাঁড়িয়ে আছ, বসবাস করছ। সেটা তো সারাক্ষণ ঘুরতেই আছে সূর্যকে কেন্দ্র করে। তা সত্ত্বেও তুমি ছিটকে পড়ছ না কেন? সেই খবরটাও প্রথম তোমার জন্য বের করে এনেছে কারা? বিজ্ঞানীরা।



তোমার শরীরে কতগুলো হাড় আছে? কীভাবে তুমি শ্বাস নাও? এতসব প্রশ্নের উত্তর জানা হয়তো তোমার জন্য তেমন জরুরি নয়; কিন্তু যখন তুমি রোগে ভুগো তখন? তখন কিন্তু ওষুধ হাতে তোমার জন্য সেবার দরজা খুলে দেয় এই বিজ্ঞানই।

তাহলে তুমিই বলো বিজ্ঞান পড়াটা জরুরি কি না?
জন্মদিনে পাওয়া কমিক বইটিতে যেমন আছে তোমার পছন্দের চরিত্র তেমন বিজ্ঞানের বইতে তুমি পাবে অনেক অনেক অজানা এবং মজার মজার তথ্য। মাটির তল থেকে মহাকাশ, কী নিয়ে জানতে চাও তুমি? সব জবাব দেবে বিজ্ঞান। এবার তুমিই বলো বিজ্ঞানের বই ছাড়া এত কিছু জানার কি আর সহজ কোনো পথ আছে?

সোর্স: http://bangla.bdnews24.com

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।