আমাদের কথা খুঁজে নিন

   

ভালো লাগা সেরা ১০ ব্লগার BIG Star Best Blogger Awards 2013

মুক্তমন। █▓▓▓▒▒▒░░░░ ব্রেকিং নিউজ- ♣♣♣ এওয়ার্ড কমিটির সিদ্ধান্ত মোতাবেক এখানে আর সংশোধন/সংযোজন/বিয়োজন কোনটাই হবে না। -কর্তৃপক্ষ ব্লগ জীবনে আমি নতুন। সময়- ২ মাস সামথিং। তাছাড়া সামহোয়্যারইনব্লগ বৈশিষ্ট্য ও গুনগত দিক দিয়ে অন্য সকল ব্লগের চেয়ে আলাদা এবং সেরা।

এখানে অনেক জ্ঞানী-গুণী আছেন। আছেন অনেক প্রবীণ জন। রয়েছেন স্টার - সুপারস্টার। গত ২০১২ খ্রিষ্টাব্দে এই ব্লগে বহুজন আলোচিত হয়েছেন- অনেকেই সমালোচিত হয়েছেন। আলোচনা-সমালোচনার শীর্ষে থাকা এমনই একজন ব্লগার আসিফ মহিউদ্দিন।

যিনি বর্তমানে ফেইসবুক নিয়ে অতি ব্যস্ত সময় পার করছেন। এই বছর বহু নতুন ব্লগার যুক্ত হয়েছেন। পাশাপাশি এই বছর সামুতে অনেক জামাত-শিবির কর্মীকে বিচরণ করতে দেখা গেছে। অনেকেই ব্যান সুধা পাণ করেছেন। বছরের শেষ দিকে যখন পৃথিবী ধ্বংসের দ্বারপ্রান্তে সায়াহ্ন গুণছে- মায়ান সভ্যতার অপ্রতিরোধ্য মহাপ্রলয়কে থামিয়ে দিয়ে ঠিক তখনই সামুতে আত্মপ্রকাশ করেছি।

আমি অসীম সেই ইখতামিন । সে যাই হোক- সামুর যে সকল ব্লগারের লেখা আমার ভালো লেগেছে। তাদের মধ্য থেকে সেরা ১০ জনকে নিয়ে আজকের এই BIG Star Best Blogger Awards 2013 1. স্মরণীয় ব্লগার : ...যাকে বাংলা ব্লগিং জগতের অন্যতম নক্ষত্র বিশেষণে ভূষিত করা হয়েছে। যিনি আমাদের মাঝে চিরদিন স্মরণীয় হয়ে থাকবেন। আমাদের সেই ইমন ভাইকে এই মূহুর্তে খুব মনে পড়ছে।

তাঁর আত্মার সুখ কামনা করছি। 2. রেকর্ড সৃষ্টিকারী ব্লগার : ...যিনি গত সাড়ে তিন বছরে ১০৪ অক্ষরের একটি মাত্র পোষ্ট দ্বারা ১৬২২ টি মন্তব্য পেয়েছেন। যা ১৪০৩৩ বার পঠিত। এবং তার ব্লগ ২০৫১৩ বার দেখা হয়েছে। ব্লগের ইতিহাসে হয়তো এটিই প্রথম।

তিনি--- অপি আক্তার 3. সেরা দায়িত্বশীল ব্লগার : ...সবসময়েই যিনি দায়িত্বশীলতার পরিচয় দিয়ে এসেছেন। এমন একজন হলেন আমাদের দায়িত্ববান নাগরিক যিনি এই মূহুর্তে টেক্সাসের কাছাকাছি কোথাও আছেন। 4. সেরা ফটো ব্লগার : ...YOU'RE LOOKING AT ME BUT I'M LOOKING THROUGH YOU এর ব্যানার নিয়ে ব্লগে যুক্ত হওয়া এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা নতুন হলেও চিত্র ও লেখার সমন্বয়ে দারুণ বৈচিত্র দিতে পারেন। যদিও কৃতিত্বটির আসল পাওনাদার তার "দুলাভাই ক্যামেরা"। অনুষ্ঠানের এই পর্যায়ে আমরা ছোট্র একটা বিরতি নিচ্ছি।

সেই সময়টুকু আপনারা ঘুরে আসতে পারেন নিচের থিয়েটার থেকে- যা আমরা এই বছরের সেরা ফটো ব্লগার কে উৎসর্গ করছি। দুঃখিত। ভিজিটরদের সুবিধার্থে ভিডিওটি মুছে ফেলা হলো। লিংক পেতে এখানে ক্লিক করুন। দর্শক.. পূণরায় আমরা ফিরে এসেছি- আরও ৬টি সেরা এওয়ার্ড অপেক্ষা করছে আপনাদের জন্য 5. সেরা কবি ব্লগার : ...সামুর ইতিহাসে সবচেয়ে বড় কবিতা লিখে যিনি হৈচৈ ফেলে দিয়েছিলেন- যা ৮ পর্বে অসমাপ্ত- সেই অপূর্ন রায়হান এই বছরের সেরা কবি ব্লগার।

6. সেরা প্রতিবাদী ব্লগার : ...বাংলাদেশের মিডিয়াগুলো যখন মিছেমিছি ভারতের দামিনীকে নিয়ে ব্যস্ত। অথচ টাঙ্গাইলে ১৫ বছরের স্কুল পড়ুয়া কিশোরীর খবর কোথাও প্রকাশ হয়নি (বাংলানিউজ ছাড়া)। ঠিক সেই সময়ে যিনি ব্লগ লিখে প্রতিবাদের ডাক দিয়েছেন তিনি আমাদের দিকভ্রান্ত*পথিক। সম্ভবত মালয়েশিয়া বা তার কাছাকাছি কোথাও থেকে। 7. সেরা পল্লীবন্ধু ব্লগার : ... সর্বক্ষেত্রে যাকে ইতিবাচক শান্তিপূর্ণ ছন্দময়তায় দেখা যায়- যিনি পল্লীকবি জসিম উদ্দীনের কাব্যচর্চা করেন সেই পরিবেশ বন্ধুই কাঙ্খিত সেরা পল্লীবন্ধু ।

8. সেরা আত্মবিশ্বাসী ব্লগার : ... পুরোটা বছর যার আলোচনা/সমালোচনায় কেটেছে। তিনিও তাই করেছেন। হয়তো তিনি ধর্ম পছন্দ করেন না। হয়তো তিনি ভুল পথে আছেন। (যদিও আমার বিশ্বাস- একদিন তিনি ধর্ম বিশ্বাস করবেন।

) যিনি সম্ভবত ব্যস্ততার কারণে এখন আর সামুতে আসেন না। কিন্তু তাঁর লেখনীশৈলী দারুণ। তথ্যপূর্ণ। যুক্তিময়। নিজের প্রতি তিনি চির আত্মবিশ্বাসী।

তিনি আর কেউ নন- অনেকেরই পরিচিত, আমার পছন্দের একজন- আসিফ মহিউদ্দীন ভাই। 9. সেরা ব্লগার (নারী) : কোনও ভুমিকা নয়- আমি সরাসরি আরজুপনি'র নাম ঘোষণা করছি। যিনি স্বপ্ন দেখতে ও দেখাতে ভালোবাসেন। 10. সেরা ব্লগার (পুরুষ) : তাঁর ব্লগিং বয়স- ৪ বছর ৬ মাস। সর্বমোট পোষ্ট- ২০৯ টি।

কিন্তু এর মধ্য থেকে ১৭২ টি পোষ্টই করেছেন ২০১২ সালে। তিনি তাঁর দিনপঞ্জী সিরিজ "অ আ আজকের লেখালেখি" ইতোমধ্যেই ২০৭ তে উন্নীত করেছেন। বুঝতেই পারছেন-- তিনি আর কেউ নন, তিনি হলে.........ন অয়ন আহমেদ তবে অনুষ্ঠান শেষ করার পূর্বে জানিয়ে দিচ্ছি- আমাদের নোমিনেশন তালিকায় আরও অনেক ভালো ভালো ব্লগার ছিলেন। যাদের মাঝে @মাক্স, @নেক্সাস, @গ্রাম্যবালিকা, @অনিন্দীতা, @শের শায়রী, @চৈতী আহমেদ অন্যতম। আগামী বর্ষের আমন্ত্রণ আজ এখানেই।

সেই পর্যন্ত ভালো থাকবেন। সুস্থ থাকবেন। সুন্দর থাকবেন। শুভ কামনা রইল। কর্তৃপক্ষের পক্ষ থেকে - ইখতামিন ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.