আমাদের কথা খুঁজে নিন

   

টেকি ভাইয়েরা আমাকে একটু হেল্প করেন।

টেকি ভাইয়েরা আমাকে একটু হেল্প করেন। বর্তমানে বাংলাদেশের অধিকাংশ মানুষই মোবাইল দিয়ে ফ্রি (জিপি সিম) ইন্টারনেট ব্যবহার করে। আমি ও একট ফ্রি ইন্টারনেট ব্যবহার করতে যাচ্ছিলাম। কিন্তু হচ্ছে না। কিভাবে ফ্রি ইন্টারনেট ব্যবহার করবো কারো জানা থাকলে হেল্প করেন।

মোবাইলঃNokia 110 (ডুয়াল সিম-জাভা)। সমস্যঃকোন ম্যনুয়াল কন্পিগারেশন সেটিং সাপোর্ট করেনা। মানে ম্যনুয়াল ভাবে কন্পিগারেশন করলে ইন্টার্নেট ব্যবহার করা যায় না। Error লেখা আসে। আগে ব্যবহারঃআমি জিপি Prov ফাইলো ব্যবহার করেছি।

সাথে Opera Mini v4.2 Or 7.1 ইন্সটল দেওয়া আছে। কিন্তু কাজ হয় না। Prov ছাড়াও। Proxy+Port+APN ঠিক ভাবে দেই তার পরেও হয় না। এখন কি করলে কাজ হবে।

প্লিজ কারো জানা থাকলে জানান। ¤সিমে P11 পেকেজ চালু আছে। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.