আমাদের কথা খুঁজে নিন

   

“এখন যৌবন যার, মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময়; এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়”

আবীর শাকরান মাহমুদ

মাথায় পতাকা, হাতে ক্যামেরা, মুখে স্লোগান নিয়ে ফেব্রুয়ারি মাসে ফাগুনের এক আগুনঝরা দিনে এভাবেই উদ্বুদ্ধ হয়ে মানবতাবিরোধীদের ফাঁসির দাবিতে শের-ই-বাংলা মেডিকেল কলেজের শিক্ষার্থীদের সাথে রাজপথে নেমে এসেছিলাম। আজ কাদের মোল্লার ফাঁসি হচ্ছে। একটা দাবিতো অন্তত আদায় হল। তবে, আজ শুধু এই কারণেই এই সংগ্রামের ছবিটা দেইনাই। দিয়েছি তার আরেকটি কারণও আছে।

সলিমুল্লাহ মেডিকেল আর গণস্বাস্থ্য মেডিকেলে ঘটে যাওয়া ঘটনার প্রতিবাদস্বরূপ এই ছবি। চিকিৎসক আর মেডিকেল স্টুডেন্ট ভাই-বোনদের সাথে একাত্মতা ঘোষণা করে সংগ্রামী এই ছবি। দাবি “চিকিৎসকদের নিরাপদ কর্মস্থল চাই। ” সেদিন যেমন আমরা ভাই-বোনেরা নেমে এসেছিলাম পথে, অধিকারের প্রয়োজনে আবার হাজারবার একসাথেই আমরা পথে নামব। “যদি কেউ ভালোবেসে খুনী হতে চান তাই হয়ে যান উৎকৃষ্ট সময় কিন্তু আজ বয়ে যায় ।

এখন যৌবন যার, মিছিলে যাবার তার শ্রেষ্ঠ সময় এখন যৌবন যার, যুদ্ধে যাবার তার শ্রেষ্ঠ সময়। ” আলোকচিত্রীঃ Shakil Shahadat , তার স্মার্টফোনে তোলা... সেদিনের মিছিলের ছবি রয়েছে এই অ্যালবামেঃ Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।