আমাদের কথা খুঁজে নিন

   

এই ফাঁসী কি আর হবে??

ও পথ মাড়িও না যে পথ তুমি চেননাকো----

ফাঁসীর দেড় ঘণ্টা আগে রায় কার্যকরী না করার বিচারিক নির্দেশ বেশ রহস্যময়। আমি এই ধরনের ঘটনা সিনেমাতে দেখেছি । বাস্তব জীবনে এই প্রথম । কিছু প্রক্রিয়া ত্রুটি পূর্ণ ছিল বলে দেশী ও বিদেশি সূত্রগুলো এই কার্যকারিতা মেনে নেননি । সাধারনত দেখা যায় ফাঁসীর পূর্ব মুহূর্তে তা স্থগিত হলে সেই ফাঁসী আর কার্যকরী হয়না ।

এটা আবার রিভিউ হবে এবং আসামির উকিলরা এর ভিতরের অসঙ্গতি তুলে ইঞ্জাংসন চাইবেন । আদালত এরকম একটি সেন্সেটিভ ইস্যু কে প্রাধান্য দেবেন এবং আবারো যুক্তি তর্ক উত্থাপন হবে । কেন জানি মন বলছে কাদেরের আজীবন কারাদণ্ড হবে । কাদেরের সমর্থকরা খুশি হবে আর মুক্তিযুদ্ধের সপক্ষ শক্তি ক্রোধে ফেটে পড়বে । বিচারিক বিষয়ের উপর কখনো মন্তব্য করিনি, কারন তাতে আদালত অবমাননা হয় ।

সত্যি ই মিরাকেল!!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।