আমাদের কথা খুঁজে নিন

   

রায় প্রত্যাখ্যান আদালত অবমাননার শামিল...দেখি এবার গণজাগরণমঞ্চের বিরুদ্ধে এই হুমকি কাজে দেয় কি না...

ভালো আছি

রায় পছন্দ না হলেও কোনো পক্ষেরই তা প্রত্যাখ্যান করার সুযোগ নেই। রায় প্রত্যাখ্যান করা আদালত অবমাননার শামিল। জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণার আগে গত ১৮ জুলাই বুধবার মুক্তিযুদ্ধকালের মানবতাবিরোধী অপরাধের বিচারে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসান এসব কথা বলেন । একই দেশে তো দুই ধরণের আইন চলতে পারে না । কিছুদিন আগে মুজাহিদের রায় প্রত্যাখ্যানের কারণে জামায়তের কয়েক নেতাকে গ্রেফতার করে আদালতে পোরা হয়েছে ।

আমি জামায়াত-শিবির করি না, পছন্দও করি না...কিন্তু এদেশের মানুষ তো নাকি..? আজ গণজাগরণমঞ্চ কাদের মোল্লার ফাঁসির আদেশ কয়েকঘণ্টা স্থাগিতাদেশ দেয়ায় গণ জাগরণ মঞ্চ সেটা প্রত্যাখ্যান করেছে । ইমরান সরকার যে সরকারের চেয়ে বেশি শক্তিশালী আগেও শুনেছি । এখন বাস্তবে প্রমাণও পাচ্ছি... আচ্ছা ওয়াইপিডি কি একটা ইন্টারন্যাশনাল মাফিয়া সংগঠন...? ইমরানরা যেই সংগঠনের তৈরি...যাদের বিরুদ্ধে এ্যাকশন নেয়ার ক্ষমতা সরকারেরও নেই । সরকারের সব হুমকি ধমকি কেবল মোল্লাদের পর্যন্তই খাটে । বিগবস শাহবাগের তরুণদের পশ্চাদদেশের হাওয়ার শব্দ শুনলেই সব চুপসে আসে ।

তাই না..? দেখি না কতদিন এই নৈরাজ্য চলে...? একদিকে বিএনপি জামায়াতের তাণ্ডবে বন্দি দেশ...অন্যদিকে আইন আদালত নাচে শাহাবাগের কথায় কথায়... ইনহাস্ত ওয়াতানাম..এই তো আমার বাংলাদেশ... আজকের কালের কণ্ঠ... Click This Link ১৮ জুলাইয়ের প্রথম আলো... Click This Link

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।