আমাদের কথা খুঁজে নিন

   

আপনার ওয়েব বা মোবাইল সাইট থেকে যেভাবে আয় করবেন।(রিকুয়েস্টেড পোস্ট )

আসসালামুয়ালাইকুম,
কদিন ধরেই অনেকে আমাকে ফেসবুকে বা ফোন করে জিগেস করতেছেন ভাই ওয়েব সাইট খুলে লাভ কি, বা ওয়েব সাইট থেকে কিভাবে আয় করা যায়। তাদের কথা দিছি, আর ঝুলিয়ে রাখছি। তাদের জন্য আজকের পোস্ট লিখতে বসলাম। কথা না শুরু করে কাজ শুরু করি।
ওয়েব সাইট থেকে কি আয় করা যায় ? জী যায়।

কত ? আমার Fajlami.com থেকে ৭ দিনে আয় ৮৯৬ টাকা। ওয়েব সাইট টি শুরু করার আজ ২৮ দিন।
কিভাবে আয় করা যায় ? সেগুলো নিয়েই লিখতে বসলাম।
১। গুগল এ্যাডসেন্সঃআমার কাছে ঝামেলা মনে হয়, আর এই করা যাবে না, এই নিওম, সেই নিয়ম।

সো এটা নিয়া কিছু লিখলাম নাহ।
২। আপনার পেপাল বা মাস্টার কার্ড আছে ?না থাকলে পরে বলতেছি, থাকলে এইটুকু মন দিয়ে দেখেন।
বিড এ্যাডভার্টাইজার। অসাম সব এ্যাড দেয় এরা।

আপনার কাজ হবে সাইন আপ করে আপনার সাইট ওখানে এ্যাড করেন। তারপর তাদের দেয়া কোড নিয়ে আপনার সাইটে লাগায় দেন। কেউ ক্লিক করলেই আপনার ইনকাম। পার ক্লিক এ ০.০১ ডলার। মানে প্রায় ১২০ বার ক্লিক হইলে আপনি ১০০ টাকা পেয়ে যাবেন।

এদের সাথে আপনার ওয়েব সাইটের এ্যাডভার্টাইজ করতে এখানে ক্লিক করে সাইন আপ করে নিন
 
3। ভালো জিনিষ শেষে দেয়াই ভালো কি বলেন। এবার একটা কাজের জিনিষ দেই আপনাদের। আপনি বাংলাদেশী ? আপনার কোন ক্রেডীট কার্ড বা পেপাল নাই ? ওকে এইটা তাহলে আপনার জন্য। মোবাইল বা যেকোন রকম সাইটের এ্যাড দিতে পারেন এখান থেকে।

টাকা পাবেন আপনার বিক্যাশ এ। অসাধারন না ?
প্রথমে আমি লজ্জার সাথেই বলি, এদের সার্ভিস ভুয়া মনে করছিলাম। পরে দেখলাম টেকটিউন, ট্রিক বিডী সহ অনেকেই এদের সার্ভিস ব্যাবহার করতেছে। সো শুরু করি। আয় কেমন লেখাটার শুরুতেই বলে দিছি।


কি করতে হবে ?
আমাদের এ্যাড সম্পুর্ন বাংলাদেশী সাইট। মনে সন্দেহ ছিলো, পরে এ্যাডমিনের সাথে কথা বলতে হাই দিতে উনি কইলেন “বলেন ভাই”। খুশী হই গেসলাম। যাই হোক, AMADER AD << এখানে যেয়ে সাইন আপ করেন। আপনার মেইলে যেয়ে ভ্যারিফাই করতে ভুলবেন না।

পেমেন্ট অপশন এ বিক্যাশ দিয়ে আপনার বিক্যাশ নাম্বার দিন। এবার তাদের গেট কোড অপশন থেকে কি সাইজের এ্যাড নিবেন,(ব্যাণার,লোগো বা মোবাইল) তা সিলেক্ট করে কোড নিন। আপনার সাইটে লাগিয়ে দিন। ব্যাস কাজ শেষ। এখন থেকে কেউ এ্যাড এ ক্লিক করলেই আপনার একাউন্ট এ ১.৮ থেকে ৩ টাকা করে জমা হতে থাকবে।

এর থেকে ভালো কিছু আমার ৪ বছরের ইন্টারনেট ক্যারিয়ারে পাই নি সীকার করলাম।
4। আপনার যদি নিজের খুব পপুলার ওয়েব সাইট থাকে, তাহলে নিজেই এ্যাড নিতে পারেন। trickbd যেভাবে নেয়। মানে আপনার সাইটে এ্যাড দিতে হইলে মাসে কাউকে একটা টাকা আপনাকে দিতে হবে।

সেটা ২০০ থেকে ২০০০ হতে পারে আপনার সাইট কিরকম তার উপর ভিত্তি করে। ভোর হয়ে গেছে ভাই, আজ আর না, আরো সামনে লিখবো। যেকোন রকম সমস্যা হইলে আমাকে আমার ফেসবুক আইডী তে জানাবেন। ভুল কিছু লিখে থাকলে জানান আরো অভীজ্ঞরা। আমি নিউ বি টাইপ টিউনার, 
ধন্যবাদ।


সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে ১৬ বার     বুকমার্ক হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.