আমাদের কথা খুঁজে নিন

   

আজ ১১.১২.১৩, টেকটিউনস এর সকল কে জানাই শুভেচ্ছা!

আজ ১১.১২.১৩, টেকটিউনস  এর সকল কে জানাই শুভেচ্ছা। একশত বছর পর পর এমন দিন আসে। এ দিনকে স্মরণীয় করে রাখতে বিশ্বের দেশে দেশে প্রেমিক-প্রেমিকাদের বিয়ের ধূম পড়েছে। বাংলাদেশেও বহু জুটি বিয়ের জন্য এদিনটিকে আগে ভাগেই ঠিক করে রেখেছে।   আমার কাছে দিনটা মুল্যবান তবে কোন সাথী না থাকার কারনে বিয়ে করে তারিখটা স্মরণীয় করে রাখতে পারলাম না বলে তেমন আফসুস নেই।

কিন্তু সকাল সকাল উঠে সবার প্রথম আমার প্রিয় টেকটিউনস ব্লগের সকল বন্ধুকে সবার প্রথম শুভেচ্ছা জানিইয়ে দিনটা শুরু করলাম, আশা করি আমার টেকটিউনস ব্লগের সকল বন্ধুর দিনটা খুব ভাল কাটবে এবং স্মরণীয় হয়ে থাকবে।

১১.১২.১৩ সম্পর্কে আরও কিছু তথ্যঃ যুক্তরাজ্যে দিনটি যে নামে পালন হচ্ছেঃ‘নটস এন্ড ক্রসেস ডে’! ১১.১২.১৩ এর প্রতিটি সংখ্যাকে পরপর সাজিয়ে যোগ করা হলে যে সংখ্যাটি পাওয়া যায় তা হচ্ছে ৯। ১১.১২.১৩ তারিখ একটি দুর্লভ তারিখ হওয়া ছাড়াও দিনটির জন্ম সংখ্যা ৯। ১১.১২.১৩ এর পরে ওই ধরণের ব্যতিক্রমী নম্বরগুলো শুরু হবে আরো ৯০ বছর পর। যেমন ২১০১ সালে আবার ব্যতিক্রমী সংখ্যা ১.১.১ এর উদয় হবে।

তাই পরবর্তী ৯০ বছর এ ধরণের ব্যতিক্রমী সংখ্যার তারিখ থেকে বঞ্চিত হবে উৎসব প্রিয় তরুণ-তরুণী ও মানব সমাজ।
আমার ফেসবুক প্রোফাইল (দেখতে এখানে ক্লিক করুন!) এবং আমার পার্সনাল ওয়েব-পেজ (দেখতে এখানে ক্লিক করুন!)!

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।