আমাদের কথা খুঁজে নিন

   

সবচেয়ে ভাল সফ্টওয়্যার !!!! এই সফ্টওয়্যার নিয়ে এর চেয়ে ভাল টিউন কি, আর হতে পারে ?

এ টিউনটি ৮ তারিখ করা হয়েছিল । লিন্ক পরিবর্তন এবং কিছু পরিবর্তনের কারনে, নতুন করে দেয়া হল । এ সফ্টওয়্যার নিয়ে এর চেয়ে ভাল টিউন আর হবে না । কথা দিলাম ।
এ সফ্টওয়্যার নিয়ে আগে অনেক টিউন হয়েছে ।

অনেক সমস্যা ছিল ।
Advance system care আমার দেখা সবচেয়ে ভাল Utility সফ্টওয়্যার।
অনেকের অনেক সমস্যা হয় ব্যবহার করতে যেয়ে ।  আজ তার স্থায়ী সমাধান ।
আমি এ সফ্টওয়্যার নিয়ে যত বার  টিউন করেছি, ঠিক ততবার ই সফ্টওয়্যারটির জেনুইন কি দিছি ।


আজও ঠিক তার ব্যতিক্রম হবে না। তবে, জেনুইন কি ১০০০ টি পিসি এর বেশীতে কাজ করে না । হবে আজ
তার সমাধান ।
Official link : Advance System Care
গতবার ভার্সন উল্লেখ না করায় অনেকের সমস্যা হয়েছে ।
সফ্টওয়্যার ভার্সনঃ Advance system care 7.1.0.318 (আপডেট : ১০-১২-১৩) ।


Advance system care 7.1.0.318 (আপডেট : ১০-১২-১৩) লিন্কঃAdvance System Care (official download)
এই ভার্সনে কারও সমস্যা হলে, আগের ভার্সন Advance System Care 7.0.6 এ চেষ্টা করুন। আমার দুটি ভার্সনেই কাজ করেছে ।
Advance System Care 7.0.6 লিন্কঃ Advance System Care   (unofficial site)
জেনুইন কিঃ আমি এখানে  
কারও যদি Offline কি লাগে তাদের জন্যঃ অপ্রয়োজনীয় জিনিস
এবার আসি Permanent Activation এ ।
পদ্ধতী ১ :
Advance System Care Patch:
১. Antivirus থাকলে Disable করুন।
২. সফ্টওয়্যার ও Patch ডাওনলোড দিন।


৩.নেট কানেকশন বন্ধ করুন।
লিন্কঃ জিলাপীর পেচ
৪. সফ্টওয়্যার টি setup দিন এবং সফ্টওয়্যারটি Running অবস্থায় Patch ফাইলটি যেখানে সফ্টওয়্যারটি Setup দিয়েছেন , সেখানে রেখে Apply করুন।
৫. কাজ শেষ 
পদ্ধতী ২ :
Advance System Care ক্রা(ক)
১. Antivirus থাকলে Disable করুন।
২. সফ্টওয়্যার ও ক্রা(ক) ডাওনলোড দিন।
লিন্কঃ আমি এখানে  
৩. সফ্টওয়্যার টি setup দিন এবং সফ্টওয়্যারটি এবং এর অন্যান্য সাভিস যা চাল অবস্থায় আছে, সব Task Manager থেকে Stop করুন।


৪. অন্যথায়, ক্রা(ক) টি প্রয়োগ করতে পারবেন না ।  ক্রা(ক) টি রিপ্লেইস করুন ।
৫. কাজ শেষ।
সবাই ভাল থাকবেন ।
কেমন হয়েছে জানাবেন।


ফেসবুক এ আমি : নিস্তব্ধতা
আল্লাহ হাফেজ 

সোর্স: http://www.techtunes.com.bd/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.