আমাদের কথা খুঁজে নিন

   

তারিখটা ভাল ছিল।

Lead us from the unreal to the real; From darkness into light; From death into immortality

; দিনটি ভাল। তারিখটি আরও উত্তম। নাতি-পুতি'দের গল্প বলার জন্যই এই দিনটিতে হয়ত অনেকে বিবাহ- শাদি করবেন। উপরওয়ালা তাদের কপালে লিখে রেখেছিলেন। শুকুর আলহামদুলিল্লাহ এই রকম একটা দিনে আমরা মানবজাতি এখনও বেঁচে আছে, ধ্বংস হয়ে যাই নাই ১১/১২/১৩ ভাল একটা তারিখ।

যাউকগা, কথা হইল দিনটা কেমন যাবে? শুরু'র দিকটা বেশ উত্তেজনা ছিল। জনাবে কাদেরে আলী নামে একজন উচ্চমানের মেধাবী ছাত্রের শহীদ হওয়ার আশঙ্কা ছিল শুরুতে। তিনি মানুষ খুন থেকে শুরু করে ক্ষমতা দখল পর্যন্ত সকল বিষয়ে অতীব মেধার সাথে পাশ করে গেছেন। তিনি বলেছেন যে তিনি সর্বদা শহীদি মৃত্যু কামনা করেন। ওনার ইচ্ছা পূরণ হওয়ার আশঙ্কা নিয়ে গতকালকে বিদায় দেই।

তবে রাত্রে সারা ঢাকা শহরে যে ভয় আর আতঙ্ক বিরাজ করছিল তাতে আমার কপালে যে আল্লাহ 'মেধাবী মৃত্যু' লিখেন নাই তার জন্যও শুকুর আলহামদুলিল্লাহ। দিন গড়াইল। 'কথা ছিল দেয়া হবে, দেয়া হল না' এই টাইপের গানের মত করে এখনও দিন এগুচ্ছে। আর আমার বাসা ঢাকা কেন্দ্রীয় কারাগারের খুব কাছে হওয়ায় বাসা থেকে বের ও হইতে পারতেছি না। কত কি ভাবছিলাম!! আজকে হেন কারেঙ্গে, ত্যান কারেঙ্গে, কিন্তু কিছুই করা হইতেছে না।

ভাবছিলাম এটলিস্ট কিছু না করতে পারলে কারও বিয়াতে হাককুল্লাহ দাওয়াত খাইয়া দিনটাকে স্মরণীয় কইরা রাখব কিন্তু তা ও হইব না। কারন আমার বাসার দূর- দুরান্তের কোন কমুউনিটি সেন্টারে আজকে বিয়ার অনুষ্ঠান নাই বলেই মনে হইতেছে। এতদিন মনে হইছে ১১ ডিসেম্বর আসে না ক্যারে? এখন মনে হইতেছে এই দিনটা কাটে না ক্যারে?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।