আমাদের কথা খুঁজে নিন

   

আইন মন্ত্রী কি ফাসির আইন বুঝেন না ? যেমন শুনেছিলাম অর্থমন্ত্রী শেয়ার বাজার বুঝেন না!

যাদের হাতে দলীল প্রমাণ কম তারা গালি দেয় বেশি

অনেককা অবাক, এবং বেশ কিছুটা বিরক্ত -ও । বেশী বিরক্ত না কেন ? কারণ বিরক্ত হওয়ার মত অনেক বেশী বেশী ঘটনা প্রতিনিয়ত ঘটায়- বিরক্তির সেন্সর কিছুটা ইন- এক্টিভ হয়ে আছে । কিছু লিখতেও মন চাইছে না, from ফ্রম_দা_জিরো বুঝলাম, আপিল করা, না করা, প্রান ভিক্ষা চাওয়া না চাওয়া এগুলো নিয়ে অনেক কথা হচ্ছে। যতদূর বয়স হয়েছে আমি দেখিনি সংবাদ মিডিয়াতে ঘোষণা দিয়ে ফাঁসি দেয়া, আবার তা তুলে নেয়া। এরশাদ শিকদার, বঙ্গবন্ধুর খুনি, বাংলা ভাই, জঙ্গি ছাড়াও অনেকের ফাঁসি হয়েছে, সেটাতো মিডিয়াতে আগে থেকে প্রকাশ পায়নি।

প্রাকাশ হয়েছে রায় কার্যকর হওয়ার পর। ঠিক আছে যদি আপিল করা না যায়, ঘুম থকে উঠে সকালে নিউজ পেপারে দেখব রাজাকারে ফাঁসি কার্যকর। বাহ। সুন্দর। যদি আপিল করা যায়, তা হলে এতো নাটক বা ঘটানার দরকার কি? সাধারন জনগণের মধ্যে কি এখন বিচার বিভাগ, সুপ্রিম কোর্ট, সরকার, সত্য মিথ্যা এবং সব কিছুর জন্য একটা প্রশ্ন উঠে না? আমার কথাও তাই।

এত চমক চমকা চমকির কি দরকার ? জলিল সাহেব ও তো একবার চমক দেখাবার ঘোষণা দিয়েছিলেন, অবশ্য তিনি তখন তা দেখাননি! নাকি ঘোষণাটাই চমক ?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।