আমাদের কথা খুঁজে নিন

   

জয় বাংলার শ্লোগান

জীবনের প্রত্যেক প্রবাহ অমৃত চায়। প্রসব ব্যথার তীব্রতা কি বোঝে কখন নিঃসন্তান ? পরের ছেলে কোলে নিলেই পায় কি রে সে মায়ের স্থান ? দেশকে যেজন ভালোবাসে নিজ সন্তানের জ্ঞান রূপে- দেশের টানে থাকতে পারে গৃহ কোণে ম্লান চুপে ? মুক্তিযোদ্ধার ভালোবাসা দেশের প্রতি সন্তানের, আয়রে সকল দেশ প্রেমিকগণ ক্রান্তিলগ্নের এ ক্ষণের। দেশদ্রোহী রাজাকাররা চায় পোড়াতে দেশটাকে, ঘরের কোনে বসে বসে দেখবি কি রে শেষটাকে ? ভালোবাসার ফুলকি ছিটা প্রেমিক মনের যোদ্ধারা, অগ্নি-কলম হস্তে নিয়ে আয় বেড়িয়ে বোদ্ধারা। জনশত্রু দেশের শত্রু তাদের এখন বিচার কর্, ভীরু পাকির পরাজিতের তারা হলো মহাচর। অন্ধাকারের জীব যে তারা আনবে ডেকে অন্ধকার, ধ্বংশে তাদের ধররে কলম কবি-লেখক-ছন্দকার। জয় বাংলার শ্লোগান তোর অস্ত্র হ’তে শক্তিধর, ভালোবাসার আদর্শটা হৃদয় মাঝে ভর্তি কর্।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।