আমাদের কথা খুঁজে নিন

   

ডাউনলোড করুন বিজয় বায়ান্নো ও তাঁর সঙ্গে সিরিয়াল কি+ দ্রুত কপি করার জন্য থাকছে TeraCopy এর ফুল ভার্সন সফটওয়ার টি।

কেমন আছেন সকলে আশা করছি ভাল মন্দের ভিতরে বসবাস করছেন।   আমি আজকে আপনাদের ২ টি সফটওয়্যার দেবো ভাল লাগলে আমি ধন্য। না লাগলে চেষ্টায় থাকব। তো যাই হোক চলুন কাজের কোথায় চলে যাই।
বিজয় বায়ান্নোঃ 
আপনারা সকলেই এই বিজয় এর কথা জানেন।

এর সম্পর্কে তেমন কিছু বলার নেই। কিন্তু বর্তমানে বিজয় এর চেয়ে আমারা অভ্র বেশি ব্যাবহার করি। কিন্তু কিছু কিছু বন্ধুরা কিন্তু সেই বিজয় এই এখনো ব্যাবহার করে আসছে। তাদের জন্যই আজকে দিলাম বিজয় বায়ান্নো সফটওয়্যারটি

এটি কিন্তু ফ্রি না, এর জন্য কিন্তু টাকা দেয়া লাগে। চিন্তার কোন কারন নেই আমি সফটওয়্যার টির সঙ্গে দিয়ে দিলাম এর সিরিয়াল কি।

আপনার কাজ শুধু ডাউনলোড করে ব্যাবহার করা। তো দেরি কেন ডাউনলোড করুন নিচে থেকে।
সফটওয়্যার টির সাইজঃ  568 এমবি
নোটঃ আমি সফটওয়্যার টি সেয়ার.কম এ আপলোড করে দিয়েছি। এদের ডাউনলোড রিসুম সাপোর্ট ও অনেক  ভাল স্পীড। সফটওয়্যার টি রার করা আছে আপনি শুধু  উয়িন রার দিয়ে এক্সট্রাক করে নিবেন, ভিতরে সিরিয়াল ও দেয়া আছে।

সমস্যা হলে কমেন্ট করবেন।
TeraCopy Pro এর ফুল ভার্সনঃ

এবার আসি যারা কপি পেস্ট করেন বেশি ও ব্যাবহার করেন ফ্রি টেরা কপি সফটওয়্যার টি, ফ্রি ভার্সনে কিন্তু অনেক কিছুই করা যায় না যা যায় শুধু মাত্র পেইড ভার্সন এ। তাই আজকে আপনাদের জন্যই নিয়ে এলাম তেরাকপি এর ফুল ভার্সন সফটওয়্যার টি। সফটওয়্যার টির সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ভিসিট করুন।   ডাউনলোড করুন নিচে থেকে।


ফাইল সাইজঃ ২.৬ এমবি
আশা করি কোনপ্রকার সমস্যা হবে না সমস্যা হলে কমেন্ট করে জানাবেন। আপনার প্রয়োজনীয় কোন সফটওয়্যার লাগলে কমেন্ট করতে পারেন। অথবা  আপনি এই ১৪০০০+ মেম্বার সম্বলিত ফেছবুক গ্রুপ এ জইন হতে পারেন  Free software zone  কোন প্রকার সফটওয়্যার দরকার হলে যোগ দিতে পারেন গ্রুপ এ এখানে পোস্ট দেয়ার ২৪ ঘণ্টার মধ্যেই পেয়ে যাবেন আশা করি। মন না চাইলে কোন সমস্যা নাই। একান্ত আপনার ইচ্ছে।


সময় পেলে বা মন চাইলে আমার SARKARFILE থেকে ঘুরে আসতে পারেন যেখানে রয়েছে আপনাদের জন্যই প্রয়োজনীয় কিছু  ফুল ভার্সন সফটওয়্যার, সাইট টি আপনাদের ভাল লাগতে পারে আশা রাখি। সাইট টি ভিসিট করুন
ভুলত্রুটি হলে ক্ষমা করবেন, অথবা কমেন্ট করে আমাকে জানাবেন। ভাল থাকুন সবাই।

সোর্স: http://www.techtunes.com.bd/     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।